মাহমুদউল্লাহর ব্যাটে গাজী গ্রুপের জয়

প্রিমিয়ার টি-টোয়েন্টিতে মাহমুদউল্লাহর ব্যাটে জিতেছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। আগে ব্যাট করা খেলাঘর সমাজ কল্যাণ সমিতি ৮ উইকেটে সংগ্রহ করে ১৩৮ রান। ১৩৯ রানের জবাবে খেলতে নেমে মাহমুদউল্লাহর ব্যাটিংয়ে ৯ বল হাতে রেখেই ৫ উইকেটের জয় পায় গাজী গ্রুপ।

বিকেএসপির চার নম্বর মাঠে নেমে মাসুম খানের ৩৭ বলে ৫৯ রানে ভর করে খেলাঘর ৮ উইকেট হরিয়ে ১৩৮ রান সংগ্রহ করে। মাসুম ৫ চার ও ৪ ছক্কায় নিজের ইনিংসটি সাজিয়েছেন। গাজী গ্রুপের বোলারদের মধ্যে মুমিনুল হক ২৭ রানে সর্বোচ্চ দুটি উইকেট নিয়েছেন।

১৩৯ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে রানের খাতা না খুলেই দুই ওপেনার মেহেদী হাসান (০) ও সৌম্য সরকার (০) আউট হন। এরপর মুমিনুল (২২) ও ইয়াসির আলী (২৪) ছোট খাটো ইনিংস খেলার পর বাকি কাজটুকু করেন মাহমুদউল্লাহ। তিনি ৪৮ বলে ৩ চার ও ২ ছক্কায় অপরাজিত ৫৮ রানের ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে নিয়ে যান। খেলাঘরের মেহেদী হাসান মিরাজ ২১ রানে সর্বোচ্চ দুটি উইকেট নেন।

বিকেএসপির অপর ম্যাচে জয় ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে জয় পেয়েছে ব্রাদার্স ইউনিয়ন। সাব্বির ও তৌহিদের ৪৪ রানে ভর করে শাইনপুকুর ৩ উইকেট হারিয়ে ১৫০ রান সংগ্রহ করে। বৃষ্টি নামার আগ পর্যন্ত জয়ের পথেই ছিল ব্রাদার্স। শেষ পর্যন্ত বৃষ্টি আইনে জিতে যায় দলটি। ব্রাদার্সের হয়ে ৭০ রানের ইনিংস খেলেন মিজানুর রহমান।