চোটের কারণে খেলা হচ্ছে না তামিমের

প্রিমিয়ার টি-টোয়েন্টিতে হাঁটুর চোট নিয়েই খেলছিলেন তামিম ইকবাল। বাড়তি চাপ হয়ে যাচ্ছে দেখে সুপার লিগ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন প্রাইম ব্যাংক অধিনায়ক। ক্লাব সূত্রের পাশাপাশি বিষয়টি নিশ্চিত করেছেন তামিম নিজেও।

তামিম গত কিছুদিন ধরে খেলছিলেন ডান হাঁটুর ব্যথা নিয়ে। কিন্তু বৃহস্পতিবার মিরপুরে খেলাঘর সমাজ কল্যাণ সমিতির বিপক্ষে ম্যাচ খেলে হোটেলের জৈব সুরক্ষা বলয় ছেড়ে বাসায় ফিরে গেছেন। চিকিৎসক তামিমকে বলেছেন, এখন তার বিশ্রাম নেওয়া জরুরি।

এ প্রসঙ্গে তামিম বলেছেন, ‘ডান হাঁটুর মিনিস্কাসে ব্যথা নিয়েই শেষ কয়েকটি ম্যাচ খেলেছি। এখন কঠিন হয়ে যাচ্ছে। চিকিৎসক বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন।’

এর ফলে ২ সপ্তাহের পুনর্বাসন শুরু হবে তামিমের। অভিজ্ঞ এই ব্যাটসম্যানের আশা জিম্বাবুয়ে সিরিজের আগেই পুরো ফিট হয়ে উঠতে পারবেন, ‘কয়েকদিন বিশ্রামে থাকতে হবে, এর পর পুনর্বাসন শুরু হবে। তখন বলা যাবে, কবে ফেরা সম্ভব। তবে আশা করছি, জিম্বাবুয়েতে প্রথম ম্যাচ থেকেই খেলতে পারবো।’

সূচি চূড়ান্ত না হলেও বাংলাদেশের জিম্বাবুয়ে সফরে যাওয়ার কথা ২৯ জুন। সেখানে বাংলাদেশ-জিম্বাবুয়ের মধ্যকার একমাত্র টেস্ট ম্যাচটি শুরু হওয়ার কথা ৭ জুলাই।

এর আগে ৩ ও ৪ জুলাই দুইদিনের একটি প্রস্তুতি ম্যাচ হওয়ার কথা। ১৬, ১৮ ও ২০ জুলাই হওয়ার কথা তিন ওয়ানডে। সবগুলো ম্যাচই হবে হারারেতে। এই ভেন্যুতে ২৩, ২৫, ২৭ ও ২৯ জুলাই নির্ধারিত হয়ে আছে চার টি-টোয়েন্টি।

এদিকে সুপার লিগে মোহামেডান অধিনায়ক সাকিব আল হাসানের না খেলার গুঞ্জন উঠলেও এ বিষয়ে এখনও কিছু জানা যায়নি।