ধোনিকে ছাড়িয়ে অধিনায়ক কোহলির রেকর্ড

রান বৃষ্টিতে প্রায়ই নতুন কোনও রেকর্ডে নাম বসে বিরাট কোহলির। অধিনায়ক হওয়ার পর পাল্লা দিয়ে চলছে ব্যাটসম্যান ও নেতৃত্বের রেকর্ডের গাড়ি। টেস্ট অধিনায়ক হিসেবে ভারতের সর্বোচ্চ রানের রেকর্ডটা আগেই নিজের দখলে নিয়েছিলেন, এবার গড়লেন আরেক কীর্তি। মহেন্দ্র সিং ধোনিকে টপকে অধিনায়ক হিসেবে ভারতের সর্বোচ্চ টেস্ট খেলার রেকর্ড এখন কোহলির।

এই কীর্তি যোগ হয়েছে আবার বিশেষ এক ম্যাচে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে সাউদাম্পটনে মুখোমুখি হয়েছে ভারত-নিউজিল্যান্ড। এই ম্যাচে টস করতে নেমেই ভারতের টেস্ট অধিনায়ক হিসেবে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড নিজের করে নেন কোহলি। এতদিন ধোনির ৬০ টেস্ট ছিল অধিনায়ক হিসেবে সর্বোচ্চ। ৩২ বছর বয়সী ব্যাটসম্যান সেটি টপকে ৬১ ম্যাচে ভারতকে নেতৃত্ব দিলেন।

২০১৪-১৫ অস্ট্রেলিয়া সফরে ধোনির চোটেই প্রথমবার টেস্টে নেতৃত্ব দেওয়ার সুযোগ আসে কোহলির। ওই সফরেই আচমকা ধোনি অবসরের ঘোষণা দেওয়ার পর থেকে স্থায়ীভাবে ভারতকে লাল বলে নেতৃত্ব দিয়ে আসছেন কোহলি। সময়ের পরিক্রমায় সেই ধোনিকে টপকেই আবার তিনি গড়লেন অধিনায়কের নতুন রেকর্ড।

টেস্টে ভারতকে পঞ্চাশের বেশি ম্যাচে নেতৃত্ব দেওয়ার কীর্তি আছে কেবল এই দুজনের। তাদের পরের ৪৯ টেস্টে ভারতকে নেতৃত্ব দিয়েছেন সৌরভ গাঙ্গুলি। সমান ৪৭ ম্যাচে ভারতের টেস্ট অধিনায়ক ছিলেন সুনীল গাভাস্কার ও মোহাম্মদ আজহারউদ্দিন। আর ৪০ টেস্টে ভারতকে নেতৃত্ব দিয়েছেন মনসুর আলী খান পতৌদি।