চোট থেকে ফিরে লিটন করলেন ৪ রান

শ্রীলঙ্কা সিরিজ থেকেই কব্জির ব্যথায় ভুগছিলেন লিটন দাস। যে কারণে ঢাকা প্রিমিয়ার লিগের শুরুতে দেখা যায়নি টপ অর্ডার এই  ব্যাটসম্যানকে। রবিবার আবাহনীর জার্সিতে মাঠে ফিরলেও তার প্রত্যাবর্তন ম্যাচটি একদমই ভালো হয়নি। ৪ রান করে বাজে শটে ফিরে গেছেন।

টস হেরে ব্যাটিংয়ে নামা আবাহনীর শুরুটা ভালোই করেছিলেন মুনীম শাহরিয়ার। আবু হায়দারের প্রথম ওভারে তিন চারে ১২ রান তুলে ভালো কিছুর ইঙ্গিত দিতে থাকে আবাহনী। লিটনও সুযোগ পেয়েছিলেন চাপহীন ভাবে শুরু করার। কিন্তু স্ট্যাম্পের সোজা বলটি ফ্লিক করতে গিয়ে এলবিডাব্লিউর ফাঁদে পড়েন তিনি। আউট হওয়ার আগে ৭ বলে ডানহাতি এই ব্যাটসম্যান করেন ৪ চার।

গত দেড় বছর ধরেই ফর্মহীনতায় ভুগছেন লিটন। করোনাভাইরাস সংক্রমণ শুরুর আগে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ওয়ানডেতে দুই সেঞ্চুরি পেয়েছিলেন। এর পর করোনা এসে যেন তাকে ব্যাটিংটাই ভুলিয়ে দিয়ে গেছে। সর্বশেষ ৯ ইনিংসে লিটনের সর্বোচ্চ রান ২৫!