জিম্বাবুয়ে সফরের শঙ্কা কেটে গেছে

জিম্বাবুয়েতে করোনাভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ায় দেশটির সরকার লকডাউন ঘোষণা করেছিল। যে কারণে আসন্ন জিম্বাবুয়ে সফর নিয়ে শঙ্কা তৈরি হয়। অবশেষে সেই শঙ্কা কেটে গেছে, নির্ধারিত সময়েই হবে জিম্বাবুয়ে সিরিজ।

দীর্ঘ এক মাসের সফরে একটি টেস্ট ছাড়াও তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবেন তামিম-মাহমুদউল্লাহরা। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান বিষয়টি নিশ্চিত করেছেন। যদিও দুই বোর্ডের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

বাংলাদেশ দল পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী জিম্বাবুয়ের উদ্দেশে রওনা দেবে। আজ (সোমবার) এমনটাই জানিয়েছেন আকরাম খান, ‘অবশেষে জিম্বাবুয়ের সঙ্গে সফরটি চূড়ান্ত হয়েছে। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আগামী ২৮ কিংবা ২৯ জুন দল যাবে (জিম্বাবুয়ে)। ৭ জুলাই থেকে সিরিজটি শুরু হবে। ম্যাচের সব সূচি আগের মতোই রয়েছে।’

সূচি অনুযায়ী, বাংলাদেশ-জিম্বাবুয়ের একমাত্র টেস্ট ম্যাচটি শুরু হবে ৭ জুলাই। এর আগে ৩ ও ৪ জুলাই দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর ১৬, ১৮ ও ২০ জুলাই অনুষ্ঠিত হবে তিন ওয়ানডে। ৫০ ওভারের লড়াই শেষে ২৩, ২৫ ও ২৭ জুলাই তিনটি টি-টোয়েন্টিতে লড়বে বাংলাদেশ-জিম্বাবুয়ে। টেস্ট ম্যাচটি বুলাওয়েতে, বাকি সব ম্যাচ হবে হারারেতে।

৮ বছর পর জিম্বাবুয়ে সফরে যাচ্ছে বাংলাদেশ। আগামী ২৯ জুন দেশ ছাড়ার কথা তামিম-মুমিনুলদের। সফরের ১৫ দিন বাকি থাকতে দেশটি লকডাউন ঘোষণা করায় শঙ্কা তৈরি হয়েছিল। কিন্তু আকরাম খানের কথায় সেই শঙ্কা কেটে গেছে।