তামিম-মুশফিকের না থাকার ইতিবাচক দিকও আছে

তামিম ইকবালকে ছাড়াই একমাত্র টেস্টে শেষ হাসি হেসেছিল বাংলাদেশ। মুশফিকুর রহিম আবার খেলতে পারেননি ওয়ানডে সিরিজ। যদিও দলের সবচেয়ে ধারাবাহিক ক্রিকেটারের অনুপস্থিতিতেও সিরিজ জিততে বেগ পেতে হয়নি লাল-সবুজ জার্সিধারীদের। এবার তামিম-মুশফিককে ছাড়া বাংলাদেশ কি পারবে টি-টোয়েন্টি সিরিজ জিততে?

অভিজ্ঞ দুই ক্রিকেটারকে অবশ্যই মিস করবেন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ, তবে ইতিবাচক দিকও দেখছেন। তাদের অনুপস্থিতিতে তরুণ ক্রিকেটার ও দল হিসেবে নিজেরা কেমন পারফর্ম করেন, মাহমুদউল্লাহ সেটি দেখে নেওয়ার বড় সুযোগ মনে করছেন জিম্বাবুযের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে।

আজ (বৃহস্পতিবার) হারারে স্পোর্টস ক্লাব মাঠে প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ-জিম্বাবুয়ে। ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে মাহমুদউল্লাহ বলেছেন, ‘আমরা অবশ্যই তামিম ও মুশফিককে মিস করবো। তারা অবশ্যই আমাদের দলের জন্য অনবদ্য দুই খেলোয়াড়। আমি বলবো, এটা অন্যদের জন্য এবং আমাদের সবার জন্য একটা সুযোগ, দেশের হয়ে প্রতিটা ম্যাচ জেতার জন্য। দেশের মাটিতে জিম্বাবুয়ে খুব ভালো একটি দল। আমাদের সেরা ক্রিকেট খেলেই ওদের হারাতে হবে।’

জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ হারতে হয়নি বাংলাদেশ দলকে। পাঁচ সিরিজের দুটিতে জিতেছে তারা, ড্র হয়েছে অন্য তিনটি। সাকিব এই সিরিজকে পরীক্ষা-নিরীক্ষার মঞ্চ ভাবলেও মাহমুদউল্লাহ মনে করেন, জয়ের ক্ষেত্র তৈরি করেই অন্য ভাবনা, ‘আমার মনে হয়, বিশ্বকাপের পথে প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আমাদের ১৬টা ম্যাচ খেলার সম্ভাবনা আছে। কিন্তু এই মুহূর্তে আমার মনে হয়, বর্তমানে থাকাটাই গুরুত্বপূর্ণ। অবশ্যই বাকি সিরিজগুলোতে আমাদের নজর রাখতে হবে। এই মুহূর্তে আমরা কেবল মনোযোগ দিচ্ছি সামনের ম্যাচটার ওপর। আমরা যেন ভালো ক্রিকেট খেলতে পারি এবং জয়ী হতে পারি।’