২ উইকেট পড়লেও রানের চাকা সচল জিম্বাবুয়ের

বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা আগ্রাসী ভঙ্গিতেই করেছিল জিম্বাবুয়ে। তবে থিতু হতে পারছেন না স্বাগতিক ব্যাটসম্যানরা। সিরিজে সমতা ফেরাতে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ১৩ ওভারে ৯৪ রান তুলতেই ২ উইকেট হারিয়েছে তারা। 

হারারেতে টস জিতে ব্যাটিং নেওয়া জিম্বাবুয়ে প্রথম উইকেট হারায় দ্বিতীয় ওভারে। এক প্রান্তে ওয়েসলি মেধেভেরে আক্রমণ শাণালেও আরেক ওপেনার তাদিওয়ানাশে মারুমানি ছিলেন বাক্সবন্দি। তাকে দ্বিতীয় ওভারে বোলিংয়ে এসেই সাজঘরে ফিরিয়েছেন অফস্পিনার মেহেদী হাসান। বোল্ড করেন মারুমানিকে (৩)। তাতেও অবশ্য স্বাগতিকদের স্কোরবোর্ড থেমে থাকেনি। মেধেভেরের কল্যাণে ছুটতে থাকে রানের চাকা।

সঙ্গী রেজিস চাকাভা সৌভাগ্য ক্রমে ক্যাচ দিয়ে বাঁচলেও সাকিব আল হাসানের পাওয়ার প্লের শেষ ওভারে আর শেষ রক্ষা হয়নি তার। এবার তার ক্যাচ ঠিকই লুফে নেন শরিফুল ইসলাম। চাকাভা ফেরেন ১৪ রানে। ক্রিজে আছেন মেধেভেরে (৪৭) ও ডিয়োন মায়ার্স (২৬)।

প্রথম ম্যাচটি বাংলাদেশ জিতেছে ৮ উইকেটের বড় ব্যবধানে।