নাঈম-সৌম্যকে সাজঘরে পাঠালেন মুজারাবানি

শততম টি-টোয়েন্টি জয়ে অনবদ্য ভূমিকা ছিল দুই ওপেনার সৌম্য সরকার ও মোহাম্মদ নাঈমের। কিন্তু দ্বিতীয় টি-টোয়েন্টিতে হতাশ করলেন দুজনেই। ১৬৭ রানের লক্ষ্যে খেলতে নেমে ১৭ রানেই ফিরেগেছেন দুজন। সিরিজ জয়ের লক্ষ্যে বাংলাদেশের সংগ্রহ এখন ৫ ওভারে ২ উইকেটে ৩২ রান। 

আগের ম্যাচে অসাধারণ ছন্দে থাকলেও এই ম্যাচে ইনিংস বড় করতে পারলেন না নাঈম। ব্লেসিং মুজারাবানির তৃতীয় ওভারের প্রথম বলেই তিনি বোল্ড হয়ে ফিরেছেন ৫ রানে। একই ওভারের চতুর্থ বলে মুজারাবানির জোড়া আঘাতের শিকার হন সৌম্য সরকার। শট খেলতে গিয়ে কভারে ক্যাচ উঠিয়ে তিনি ফিরেছেন মাত্র ৮ রানে। ক্রিজে আছেন মেহেদী (৭) ও সাকিব (৫)।

এর আগে জিম্বাবুয়ে টস জিতে ৬ উইকেটে ১৬৬ রান সংগ্রহ করে জিম্বাবুয়ে। যার পুরো কৃতিত্ব ওয়েসলি মেধেভেরের ৫৭ বলে করা ৭৩ রান!