ক্যানসারের কাছে হার মানলেন সাবেক ইংলিশ পেসার 

দীর্ঘদিন অন্ত্র ও যকৃতের ক্যানসারে ভুগছিলেন। ক্যারিয়ারে অনেক ব্যাটসম্যানকে পরাস্ত করলেও এই লড়াইয়ে পারলেন না। মঙ্গলবার ৭২ বছর বয়সে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন ইংল্যান্ডের সাবেক পেসার মাইক হেনড্রিক। 

ভারতের বিপক্ষে ১৯৭৪ সালে অভিষেক হয় ইংলিশ পেসার হেনড্রিকের। এর পর ৩০টি টেস্ট খেলেছেন ১৯৮১ সাল পর্যন্ত। ২৫.৮৩ গড়ে শিকার করেছেন ৮৭টি উইকেট। এই সময়ে তিনটি অ্যাশেজ বিজয়েরও সাক্ষী ছিলেন। পাশাপাশি ওয়ানডে খেলেছেন ২২টি। ১৯৭৯ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ফাইনালও খেলেছেন। ওই ইভেন্টে শীর্ষ উইকেট শিকারিও ছিলেন তিনি। ৫ ম্যাচে ১০ উইকেট নিয়েছেন। সেরা ফিগার ছিল ১৫ রানে ৪ উইকেট। 

অবশ্য সফল ক্যারিয়ারে কালিমাও লেগে আছে হেনড্রিকের। ঘটনাটি ছিল ১৯৮২ সালের। ওই সময় বর্ণবাদের কারণে ক্রিকেটে নির্বাসিত ছিল দক্ষিণ আফ্রিকা। সেখানে বিদ্রোহী সফরে অংশ নেওয়া ইংলিশ দলের অন্যতম সদস্য ছিলেন হেনড্রিক। যার শাস্তি হিসেবে তিন বছরের নিষেধাজ্ঞা পেতে হয় তাকে। এই ঘটনা তারসহ অনেকের ক্যারিয়ারেরই ইতি টেনে দিয়েছিল!