শেখ কামাল ক্রীড়া পুরস্কার

আকবরের কাছে এই পুরস্কার গর্বের, অনুপ্রেরণার

প্রথমবারের মতো আয়োজিত ‘শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার’-এর উদীয়মান ক্রীড়াবিদের (ক্রিকেট) পুরস্কার পেয়েছেন যুব বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলী। ২০১৯ সালে তার নেতৃত্বে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতকে হারিয়ে প্রথমবারের মতো বৈশ্বিক কোনও ট্রফি জেতে বাংলাদেশ। ফাইনালে আকবরের দারুণ নেতৃত্ব ও ঠাণ্ডা মাথার দুর্দান্ত ইনিংসে এসেছে এই অর্জন।

আজ (বৃহস্পতিবার) পুরস্কার পেয়ে দারুণ খুশি আকবর। শেখ কামালের নামে দেওয়া পুরস্কারটি তার কাছে যেমন গর্বের, তেমনি অনুপ্রেরণারও। তরুণ উইকেটকিপার ব্যাটসম্যান বলেছেন, ‘যখন জাতীয় ক্রীড়া পরিষদ থেকে আপনাকে পুরস্কৃত করবে এবং সেই পুরস্কার যদি হয় শেখ কামালের নামে, সেটি তো অবশ্যই গর্বের। এই পুরস্কার আমাকে সবসময় অনুপ্রেরণা জোগাবে। আমি খুব গর্ব অনুভব করছি। যখন এই পুরস্কারটি দেখবো, তখন আমি আরও ভালো খেলতে উৎসাহ পাবো।’

শহীদ শেখ কামালের ৭২তম জন্মদিনে সাত ক্যাটাগরিতে ১০ ক্রীড়া ব্যক্তি ও দুই প্রতিষ্ঠানকে শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার দেওয়া হয়। পুরস্কার প্রাপ্তরা ১ লাখ টাকা ও সম্মাননা স্মারক পেয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে যুক্ত ছিলেন। আরও ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।