আফিফের সহজ হিসাব, ম্যাচ জিতলে সিরিজ এমনি আসবে

টানা দুই ম্যাচ জিতে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-০ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ। আগামীকাল (শুক্রবার) মিরপুরের তৃতীয় ম্যাচ জিতলেই সিরিজ নিশ্চিত করবে স্বাগতিকরা। যদিও বাংলাদেশের ভাবনাতে সিরিজ নয়, ম্যাচ জয়ই একমাত্র লক্ষ্য। দ্বিতীয় ম্যাচ জয়ের নায়ক আফিফ হোসেনের সহজ হিসাব, ম্যাচ জিতলে সিরিজ জয় এমনিতেই আসবে।

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ম্যাচ নিয়ে আফিফ সংবাদমাধ্যমকে বলেছেন, ‘অবশ্যই আমাদের প্রত্যেকটি ম্যাচ নিয়ে চিন্তা থাকে। আপাতত আমাদের চিন্তা কালকের (শুক্রবার) ম্যাচটা যেন ভালো খেলে জিততে পারি। জিততে পারলে সিরিজটি তো আমাদের পক্ষেই আসবে। চেষ্টা করবো সামনের ম্যাচ জেতার।’

আগের দুই ম্যাচে কন্ডিশনের সুবিধা কাজে লাগিয়ে অস্ট্রেলিয়াকে বিন্দুমাত্র সুযোগ দেয়নি বাংলাদেশ। আফিফ বলছেন, পুরোটাই দলীয় প্রচেষ্টার ফল, ‘মিরপুরে আমাদের হোম কন্ডিশনে অবশ্যই বোলিংয়ের একটা বাড়তি সুবিধা থাকে। আমাদের বোলাররা সেই সুবিধাটা খুব ভালোভাবে কাজে লাগাচ্ছে। এ কারণেই আমাদের বোলিং ভালো হচ্ছে। এছাড়া আমাদের ব্যাটিংয়ে কিছুটা উন্নতি করতে হবে। যদিও বোলিং-ফিল্ডিং সব ভালো হচ্ছে। আমি বলবো পুরোটাই হচ্ছে দলীয় প্রচেষ্টায়।’

অস্ট্রেলিয়ার বিপক্ষে ভালো খেলার পথে জিম্বাবুয়ে সিরিজের পারফরম্যান্স আত্মবিশ্বাস জুগিয়েছে বলে মনে করেন আফিফ, ‘জিম্বাবুয়ে সিরিজেও আমরা ভালো খেলেছি। তার আগে যে সিরিজ হয়েছে, সেটায়ও ভালো করেছি। ওই সিরিজগুলোর আত্মবিশ্বাস আমাদের সহায়তা করছে। এছাড়া সিনিয়ররাও আমাদের মতো তরুণদের সহায়তা করছেন। খুব সুন্দর একটি দলীয় পরিবেশ তৈরি হয়েছে।’