আরেকটি চ্যাম্পিয়ন্স লিগ জিততেই মেসি পিএসজিতে: সাকিব

মেসির কারণেই বার্সেলোনার ভক্ত সাকিব আল হাসান। বার্সেলোনা ছেড়ে প্রিয় ফুটবলার এখন ফ্রান্সের ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইতে (পিএসজি)। রবিবার (২৯ আগস্ট) দারাজের ৭ বছর পূর্তি উপলক্ষে লাইভে আসনে সাকিব। এসময় প্রিয় ফুটবলারের বার্সেলোনা ছাড়ার কারণ হিসেবে সাকিব জানিয়েছেন, ‘আরেকটি চ্যাম্পিয়ন্স লিগ জিততেই মেসি পিএসজিতে এসে থাকতে পারে!’

বার্সেলোনার হয়ে চারবার চ্যাম্পিয়ন্স লিগে জিতেছেন লিওনেল মেসি। যার সর্বশেষটি ২০১৫ সালে। গত ৬ বছরে চ্যাম্পিয়ন্স লিগ জেতার সুযোগ হয়নি মেসির। সাকিব মনে করেন পিএসজিতে আসার পেছনে চ্যাম্পিয়ন্স লিগ জেতার প্রেরণা থাকতে পারে, ‘ওর মতো খেলোয়াড়কে নিয়ে কমেন্ট করার মানে হয় না। তারপরও আমি বলবো ওর জন্য পারফেক্ট সিদ্ধান্ত ছিল। ওর ক্যারিয়ারের জন্য, ওর ক্যারিয়ার যে অবস্থায় আছে হয়তো একটা চ্যাম্পিয়ন্স লিগ জিততে চায়। ওটা হয়তো বার্সালোনার হয়ে জিততে পারবে বলে মনে করেনি। হয়তো সে চিন্তা করেছে পিএসজির হয়ে জিতবে। এই জন্য হয়তো দলটাকে পছন্দ করেছে।’

বার্সা থেকে দুই বছরের চুক্তি করে এলেও পিএসজিতে মেসির অভিষেকটা এখনও হয়নি। বিশেষ করে কোপা আমেরিকায় খেলার পর মেসি আর মাঠেই নামেননি। সবকিছু ঠিক থাকলে রবিবার মেসির পিএসজির মিশন শুরু হচ্ছে। এদিন রাতে রেইমসের মুখোমুখি হবে পিএসজি।