সিরিজ জয়ের পর যা বললেন মাহমুদউল্লাহ

তৃতীয় টি-টোয়েন্টি হারলেও ঘুরে দাঁড়াতে সময় লাগেনি বাংলাদেশের। বুধবার চতুর্থ ম্যাচে নিউজিল্যান্ডকে  ৬ উইকেটে হারিয়ে সিরিজও নিজেদের করে নিয়েছে লাল-সবুজ জার্সিধারীরা। আর এই জয়ের কৃতিত্ব পুরো টিম ম্যানেজমেন্টকে দিলেন অধিনায়ক মাহমুদউল্লাহ।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে বাংলাদেশ অধিনায়ক বলেছেন, ‘সিরিজ জয়ের কৃতিত্ব টিম ম্যানেজমেন্ট ও সব খেলোয়াড়ের। আরও একটি সুযোগ আছে এবং আশা করি, আমরা একসঙ্গে সেটিও জয়ের চেষ্টা করবো।’

পুরো সিরিজেই ব্যাটসম্যানদের তুলনায় বোলারদের পারফরম্যান্স ভালো। বুধবার মিরপুরে নাসুম-মোস্তাফিজের বোলিংয়ের সামনেই ৯৩ রানে অলআউট হয় কিউইরা। বোলারদের প্রশংসা করে মাহমুদউল্লাহ বলেছেন, ‘নিউজিল্যান্ডকে অল্প রানে আটকে দিতে বোলাররা দারুণ কাজ করেছে। বিশেষ করে নাসুম, মেহেদী, মোস্তাফিজ ছিল অসাধারণ।’

অস্ট্রেলিয়া সিরিজের পর নিউজিল্যান্ড সিরিজেও ব্যাটসম্যানরা রানখরায়। যদিও ব্যাটসম্যানদের চেষ্টার কমতি দেখছেন না মাহমুদউল্লাহ, ‘ব্যাটসম্যানরা তাদের সর্বোচ্চ চেষ্টা করেছে। মিডল অর্ডারে আমাদের প্রয়োজন ছিল ভালো জুটির। আজকের ম্যাচে আমরা সেটি পেরেছি। নাঈম ভালো খেলেছে, আফিফ যথেষ্ট চেষ্টা করেছে।’