‘তামিমকে না পাওয়াটা সত্যি দুর্ভাগ্য’

টি-টোয়েন্টি বিশ্বকাপে নির্বাচকদের পরিকল্পনার খুব ভালোমতোই ছিলেন তামিম ইকবাল। কিন্তু ১ সেপ্টেম্বর হুট করে বিশ্বকাপ থেকে নিজেকে সরিয়ে নেন দেশসেরা এই ওপেনার। ফলে তাকে বাদ দিয়েই বিশ্বকাপ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তামিমকে বিশ্বকাপে না পাওয়াটাকে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ‘দুর্ভাগ্য’ হিসেবে দেখছেন।

হাঁটুর ইনজুরিতে তিনটি টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারেননি তামিম। এর আগে পারিবারিক কারণে নিউজিল্যান্ডেও কুড়ি ওভারের সিরিজ খেলেননি এই ওপেনার। তবে ইনজুরি কাটিয়ে এই মাসেই তার ফেরার কথা। বিশ্বকাপে নির্বাচকদের ভাবনাতেও ছিলেন। কিন্তু হুট করে জাতীয় দলে ঢুকতে চাননি বলেই বিশ্বকাপ থেকে তার সরে দাঁড়ানো।

তামিমের না থাকা প্রসঙ্গে প্রধান নির্বাচক বলেছেন, ‘অবশ্যই তামিম আমাদের তিন ফরম্যাটে অন্যতম সেরা ক্রিকেটার। এখন ও (তামিম) নিজে থেকেই সরে দাঁড়িয়েছে। আমরা যথেষ্ট আত্মবিশ্বাসী ছিলাম ওকে পাবো। ওকে না পাওয়াটা সত্যি দুর্ভাগ্য। তামিমকে দল ও আমরাও খুব মিস করবো। আশা করি ও খুব ভালোভাবে ফিরে আসবে।’

তামিম সরে দাঁড়ানোয় ওপেনিংয়ে নির্বাচকরা ভরসা রাখছেন লিটন দাস, সৌম্য সরকার ও নাঈম শেখের ওপর। নান্নু বলেছেন, ‘অবশ্যই যারা সুযোগ পেয়েছে, তারা বড় প্লাটফর্ম পেয়েছে। তাদের অবশ্যই সামর্থ্য আছে ভালো খেলার। বিশ্বকাপে সুযোগ পাওয়া ওপেনারদের ওপর আমরা যথেষ্ট আত্মবিশ্বাসী। আশা করি ওরা খুব ভালো খেলবে।’

কোচিং স্টাফদের সঙ্গে অভিজ্ঞ ক্রিকেটারদের দূরত্ব তৈরি হয়েছে বলে গুঞ্জন উঠেছে। যদিও প্রধান নির্বাচক বিষয়টি স্বীকার করলেন না, ‘অভিজ্ঞদের প্রতি আমাদের সম্মান সারাজীবনই আছে। এটা নিয়ে সমালোচনা-আলোচনা করার কোনও সুযোগ নেই। অবশ্যই আমরা এটা নিয়ে আলোচনা করছি। যদি কিছু ঘটে থাকে, তাহলে দ্রুত সমাধান করা হবে।’