বিশ্বকাপ লক্ষ্য নিয়ে টিম ম্যানেজমেন্ট, হেড কোচ কথা বলবেন: বিসিবির প্রধান নির্বাচক

আগামী ১৭ অক্টোবর পর্দা উঠবে টি-টোয়েন্টি বিশ্বকাপের। সুপার-১২তে খেলতে হলে বাংলাদেশকে প্রথম রাউন্ড টপকাতে হবে। ওমানের সেই পর্ব চলবে ২২ অক্টোবর পর্যন্ত। বলার অপেক্ষা রাখে না বিশ্বকাপের ‘আসল’ মঞ্চ সুপার-১২ বাংলাদেশের প্রাথমিক লক্ষ্য। যদিও আজ (বৃহস্পতিবার) দল ঘোষণার সময় বিশ্বকাপের লক্ষ্য নিয়ে স্পষ্ট কিছু বলতে পারেননি প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

১৭ অক্টোবর উদ্বোধনী দিনে প্রথম রাউন্ডের ম্যাচ খেলতে নামবে ‘বি’ গ্রুপে থাকা বাংলাদেশ। ১৭ অক্টোবর স্কটল্যান্ডের মুখোমুখি হবে মাহমুদউল্লাহরা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। এ পর্বে বাংলাদেশের সব ম্যাচ অনুষ্ঠিত হবে ওমানের আল আমিরাত ক্রিকেট স্টেডিয়ামে।

কুড়ি ওভারের বিশ্বকাপে বাংলাদেশের লক্ষ্য কী, এমন প্রশ্নে সরাসরি কোনও উত্তর আসেনি নান্নুর কাছ থেকে, ‘টিম ম্যানেজমেন্ট লক্ষ্যটা ঠিক করবে। টিম ম্যানেজমেন্ট যখন কথা বলবে, হেড কোচ আছেন, তখন লক্ষ্যটা ঠিক করবে। টি-টোয়েন্টিতে আগাম লক্ষ্যটা বলা মুশকিল। আমরা চাই সেরা খেলাটা, সেরা দিন। ওই দিনটায় সেরা ক্রিকেট খেলতে পারলে আমরা ভা্লো করতে পারবো।’

যদিও প্রাথমিক অবস্থায় বাংলাদেশের লক্ষ্য প্রথম রাউন্ড হওয়া উচিত বলে মনে করেন প্রধান নির্বাচক, ‘সবচেয়ে বড় হলো প্রথম রাউন্ডটা। এটা শেষ করার পর কিন্তু পরিকল্পনা করা হবে কতটুকু যেতে পারবো। আমরা ওমানে গিয়ে প্রথমে প্রস্তুতি ম্যাচ যখন খেলবো, তখন থেকে বিশ্বকাপের বিষয়টা শুরু হবে যে কতদূর যেতে পারবো। এখন আসলে বলা মুশকিল।’