আফগানিস্তানের বিপক্ষে সহজ ম্যাচ কঠিন করে জিতলো বাংলাদেশ

বাংলাদেশ সফরে এসে যুবাদের কাছে পাত্তাই পাচ্ছে না আফগান অনূর্ধ্ব-১৯ দল। টানা দ্বিতীয় জয়ে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজে ২-০ তে এগিয়ে গেছে স্বাগতিকরা। অবশ্য জয় পেলেও সেটি ছিল কষ্টার্জিত। প্রতিপক্ষকে ১০১ রানে গুটিয়ে দিলেও সহজ লক্ষ্যকে কঠিন বানিয়ে জিতেছে আকবর-শামীমদের উত্তরসূরীরা। জিতেছে ৩ উইকেটের ব্যবধানে।

রবিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। বাংলাদেশের বোলারদের তোপের মুখে ১৪ রানে হারায় ৪ উইকেট! শুরুতে বিপদে পড়ে যাওয়া আফগানরা ৪২.৩ ওভারে মাত্র ১০১ রানই তুলতে পারে শেষ পর্যন্ত। দলটির হয়ে সর্বোচ্চ ২৫ রান করেছেন সাবাউন বানুরি। এছাড়া কামরান হোটাক খেলেন অপরাজিত ১৮ রানের ইনিংস।

বাংলাদেশের বোলারদের মধ্যে চারটি উইকেট নিয়েছেন নাঈমুর রহমান। দুটি নিয়েছেন  গোলাম কিবরিয়া।

১০২ রানের মামুলি লক্ষ্যে খেলতে নেমে শুরুটা ভালোই ছিল স্বাগতিক বাংলাদেশের। কিন্তু মিডল অর্ডারে ১৩ রানে ৪ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে যেতে হয় স্বাগতিকদেরও। সেখান থেকে আইচ মোল্লার দায়িত্বশীল ব্যাটিংয়ে ২৩.১ ওভারে ৭ উইকেট হারিয়ে ম্যাচ জিতেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। মফিজুলের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৩১ রান। এছাড়া প্রান্তিক নওরোজ নাবিল ২৪ ও আইচ মোল্লা ১৬ রানে অপরাজিত থাকেন।

আফগান বোলারদের মধ্যে ইজহারউল্লাহ নাভিদ ২৯ রানে নিয়েছেন চারটি উইকেট। এছাড়া শহীদ হাসানি নিয়েছেন তিনটি।