মাহমুদউল্লাহর আবেগ অন্য জায়গায়

সোনালী অতীত ফেরানোর মিশনে ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব। আগের বছর সাকিব আল হাসান-তাসকিন আহমেদকে দলে ভিড়িয়ে চমক দিয়েছিল তারা। আগামী ঢাকা প্রিমিয়ার লিগ মৌসুমে চোখ রেখে এই দুজনের সঙ্গে এবার যুক্ত করেছে মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, সৌম্য সরকার ছাড়াও বেশ কয়েকজন তারকা ক্রিকেটারকে। লক্ষ্য, একযুগের শিরোপা খরা কাটানো। মোহামেডান সর্বশেষ শিরোপা জিতেছিল ২০০৯-১০ মৌসুমে।

মোহামেডানে যোগ দিয়ে আবেগী হয়ে উঠলেন মাহমুদউল্লাহ। কেননা ঐতিহ্যবাহী এই ক্লাবটিতে আগেও তিনি খেলেছিলেন। দীর্ঘ বিরতির পর পুরনো দলে ফিরে মোহামেডানের শিরোপা উদ্ধার অভিযানের সারথী হতে চান বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক। 

মুশফিক-মাহমুদউল্লাহ-সৌম্যসহ বেশ কয়েকজন ক্রিকেটারের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে মোহামেডান। সেখানেই মাহমুদউল্লাহ বলেছেন, ‘মোহামেডান সবসময়ই ঘরোয়া ক্রিকেটে অনেক বড় নাম। আগে একবারই এই ক্লাবে খেলার সৌভাগ্য হয়েছিল। এবার দ্বিতীয় বছর হবে। অনেক ভালো ক্রিকেট খেলে আমরা যেন মোহামেডানের সমর্থকদের চ্যাম্পিয়নশিপের স্বাদ দিতে পারি, এটাই থাকবে লক্ষ্য।’

অর্থাৎ, নতুন মৌসুমে তারকাখচিত দল নিয়ে নামতে যাচ্ছে ঢাকার ঐতিহ্যবাহী ক্লাবটি। আগে থেকেই ছিলেন সাকিব-তাসকিন, এবার যোগ হয়েছেন মুশফিক-মাহমুদউল্লাহ-সৌম্যরা। তারা ছাড়াও আছেন আরও কয়েকজন পরিচিত মুখ- মেহেদী হাসান মিরাজ, আবু জায়েদ রাহী, শুভাগত হোম অন্যতম। এছাড়া ঘরোয়া লিগের নিয়মিত পারফর্মার দুই তরুণ তারকা পারভেজ হোসেন ইমন ও পেসার হাসান মাহমুদকেও দলে নিয়েছে তারা।

মাহমুদউল্লাহর বিশ্বাস, এই দল নিয়ে চ্যাম্পিয়নশিপের লড়াই করা সম্ভব, ‘অবশ্যই চ্যাম্পিয়নশিপের জন্য আমরা খেলবো। আমি আছি, মুশফিক, তাসকিন, সৌম্য আছে, সাকিব জয়েন করবে। আরও অনেক ভালো ক্রিকেটার নিয়ে এবার দল গঠন করেছে মোহামেডান। আশা করি, ভালো ক্রিকেট থেলে চ্যাম্পিয়নশিপ কাটাতে পারবো।’

ঢাকা লিগে ৫০ ওভারের ক্রিকেট দীর্ঘদিন ধরেই শিরোপা খরা কাটাচ্ছে মোহামেডান। ২০০৯-১০ মৌসুমে সর্বশেষ শিরোপা জিতেছিল ঐতিহ্যবাহী ক্লাবটি। গত আসর হয়েছিল টি-টোয়েন্টি ফরম্যাটে। তবে মাহমুদউল্লাহদের আশা, মূল ফরম্যাটে ফিরতে যাওয়া ঘরোয়া লিগের এই আসর দিয়ে শিরোপা উৎসব হতে যাচ্ছে মোহামেডানে। আগামী মার্চে শুরু হওয়ার কথা ঢাকা প্রিমিয়ার লিগ।