X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১
মুশফিক-মাহমুদউল্লাহকে নিয়ে তামিমের বার্তা

‘বুড়ো, কিন্তু নট আউট’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ মার্চ ২০২৪, ০২:১৬আপডেট : ০২ মার্চ ২০২৪, ০২:১৬

নিয়ম অনুযায়ী পুরস্কার বিতরণী মঞ্চে দুই অধিনায়কের সাক্ষাৎকার নেওয়া হয়। কিন্তু ফরচুন বরিশালকে প্রথমবার শিরোপা এনে দেওয়ার মিশন সফল করার পর অধিনায়ক তামিম ইকবাল নিয়মটাই পাল্টে ফেললেন! পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সঞ্চালক এইচডি অ্যাকারম্যানের সামনে যাওয়ার আগে ডেকে নিলেন সতীর্থ দুই ক্রিকেটার মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহকে। তামিম এর আগে বিপিএলের শিরোপা জিতলেও প্রথমবার এই ট্রফিতে চুমু খেলেন অন্য দুই জন। কুমিল্লাকে উড়িয়ে দিয়ে তামিম জানিয়েছেন এই অর্জনের বেশিরভাগ কৃতিত্বই নাকি মুশফিক-মাহমুদউল্লাহ’র। তাইতো তাদের ট্রফি উৎসর্গ করেছেন তিনি।

এর আগে পুরস্কার বিতরণী মঞ্চে কথার ফাঁকে সঞ্চালককে বলছিলেন তামিম, ‘বুড়ো কিন্তু নট আউট’ । এরপর সংবাদ সম্মেলনে এসেও অনেক স্তুতিই গেয়েছেন দীর্ঘদিনের দুই সতীর্থকে নিয়ে। পরে হোটেলে ফিরে ট্রফি জয়ের উৎসবের ফাঁকেই সামাজিক মাধ্যমে বার্তাও দিলেন তিনি। পুরস্কার বিতরণী মঞ্চের একটি ছবি তুলে, মুশফিক ও মাহমুদউল্লাহকে ধন্যবাদ দিয়ে নিচে ছোট্ট করে লিখেছেন, ‘বুড়ো কিন্তু নট আউট!’

চার বারের চেষ্টায় এবার বরিশাল পেলো প্রথম শিরোপার স্বাদ। বরিশাল বার্নাসের ব্র্যাড হজ, বরিশাল বুলসের মাহমুদউল্লাহ এবং ফরচুন বরিশালের সাকিব আল হাসান যা পারেনি সেটাই করে দেখালেন তামিম। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে আগে শিরোপা জিতলেও অধিনায়ক হিসেবে এবারই প্রথম শিরোপা জিতলেন বাঁহাতি এই ওপেনার।

কিন্তু দেশের ক্রিকেটের দুই ধ্রুবতারা মাহমুদউল্লাহ ও মুশফিক ৯ আসর ধরে আক্ষেপে পুড়েছেন। বিপিএলের সবকটি আসর খেলেও মুশফিক ও মাহমুদউল্লাহ শিরোপার দেখা পাননি। একাধিক ফাইনাল খেললেও রানার্স-আপ হয়ে বিজয় উল্লাস দেখেছেন তারা। শুক্রবার রাতে মিরপুরে শোনা গেল তাদের গগণবিদারী চিৎকার। 

চ্যাম্পিয়নশিপের উদযাপন শেষে সংবাদ সম্মেলনে তামিম জানিয়েছেন, সতীর্থ মুশফিক ও মাহমুদউল্লাহর জন্য বিপিএলের ট্রফি জিততে চেয়েছিলেন। অনেক অর্জনের ভিড়ে বিপিএলের শিরোপা অধরা থাকবে তা চাননি তামিম, ‘অবশ্যই যেকোনও শিরোপা জেতা দারুণ ব্যাপার। তবে এবার একটু ভিন্ন কারণ ছিল। কারণ, আমাদের দলে এমন কয়েকজন ছিল তরুণদের মধ্যে মিরাজ, সৌম্য বা অভিজ্ঞদের মধ্যে রিয়াদ ভাই, মুশফিক—ওরা লম্বা সময় ধরে দেশকে প্রতিনিধিত্ব করছে। কিন্তু ওরা এই (বিপিএল) ট্রফিটা কখনও পায়নি। তাই আমার নিজেরই একটা ইচ্ছে ছিল আল্লাহ যদি আমাদের দেয়, তাহলে আমি তাদের উৎসর্গ করবো।’

বিপিএলের সবকটি আসর খেলেও এর আগে মুশফিক ও মাহমুদউল্লাহ শিরোপার দেখা পাননি, এবার তামিমের নেতৃত্বে যেটা সম্ভব হলো

দুই সতীর্থকে শিরোপা উৎসর্গ করার সঙ্গে তামিম বারবার উল্লেখ করেন বরিশাল দলে মুশফিকের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা, ‘এই ধরনের টুর্নামেন্টে প্রচুর চাপ থাকে। এখানেই মুশিকে (মুশফিক) ধন্যবাদ জানাতে হবে। কারণ সে আমার ওপর থেকে অনেক চাপ সরিয়ে নিয়ে গেছে।’

অভিজ্ঞতার প্রয়োজনীয়তার প্রসঙ্গ টেনে তামিম আরও বলেছেন, ‘একটা সময় ছিল যখন আমরা টুর্নামেন্ট থেকে প্রায় বাদ পড়ে গিয়েছিলাম। আমরা সেমিফাইনালে (নক-আউট পর্বে) ওঠা নিয়ে নিশ্চিত ছিলাম না। তবে ঠিক এখানেই অভিজ্ঞতার বিষয়টা কাজে এসেছে। অনেক মানুষ টি-টোয়েন্টি ক্রিকেট নিয়ে অনেক কিছুই বলে। তবে আমি মনে করি, অভিজ্ঞতাই মুখ্য। তরুণদের সঙ্গে অভিজ্ঞদেরও দরকার। আমরা আমাদের পরিকল্পনায় অটল ছিলাম এবং এখন আমরা এখানে (বিজয়ী)।'

বিপিএল শুরুর আগে অনেকেই বরিশালকে নিয়ে হাস্যরস করেছেন। ‘বুড়োদের দল’ বলে আখ্যায়িত করেছেন। অথচ তামিম-মুশফিকদের পারফরম্যান্সেই এলো বরিশালের প্রথম শিরোপা। ৪৯২ রান করে বরিশালের চ্যাম্পিয়নশিপে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তামিম। তার হাতে ওঠে টুর্নামেন্ট সেরার পুরস্কার। মুশফিক করেছেন ৩৮০ রান। তাহলে কি জবাব দিতেই বরিশালের এতো ভালো পারফরম্যান্স? তামিমের উত্তর, ‘জবাব দেওয়া চিন্তা থাকলে আমি এভাবে খেলতে পারতাম না। আমি জিনিসটাই ভাবিনি যে জবাব দিতে হবে।

এদিকে পুরস্কার বিতরণী মঞ্চে সঞ্চালক এইচডি অ্যাকারম্যানের করা বুড়োদের পারফরম্যান্স প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে মুশফিক বলেছেন, ‘আমরা ভবিষ্যতেও আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করবো।' মুশফিকের কথা শেষ হতে না হতেই তামিম যোগ করেন, 'বুড়ো, কিন্তু এখনও নট আউট।’ পুরষ্কার বিতরণীতে বলা কথাটাই পরে ফেসবুকে পোস্ট করেন তামিম।

চ্যাম্পিয়ন হওয়ার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মুশফিক বলেছেন, 'এটা আমার তৃতীয় ফাইনাল। তামিম ও রিয়াদ ভাইয়ের পাশে থেকে প্রথমবারের মতো জিতে চ্যাম্পিয়ন হলাম। এটা আমার জন্য ভীষণ আনন্দের। সব কৃতিত্ব আমাদের টিম ম্যানেজমেন্ট, সব খেলোয়াড় ও কোচিং স্টাফদের। তারা প্রচুর পরিশ্রম করেছে।'

মাহমুদউল্লাহ নিজের অনুভূতি জানিয়ে বলেছেন, 'সত্যিই খুব ভালো লাগছে। প্রথমেই তামিমকে ধন্যবাদ জানাতে চাই এখানে আমাদের কথা বলতে ডাকার জন্য। এটা ছিল সম্মিলিত দলীয় প্রচেষ্টা।... এখনও চেষ্টা করে যাচ্ছি। ফিট থাকার চেষ্টা করছি। যেখানেই খেলি না কেন নিজের সেরাটা খেলতে চাই।'

/আরআই/এফএস/
সম্পর্কিত
ছক্কা মেরেও আউট হলেন মুশফিক !
তামিমদের উড়িয়ে সুপার লিগে দারুণ শুরু আবাহনীর
বঙ্গবন্ধু স্টেডিয়ামে অতীত ফিরিয়ে আনলেন শান্ত-রানারা
সর্বশেষ খবর
উচ্চশিক্ষার সাম্প্রতিক প্রবণতা
উচ্চশিক্ষার সাম্প্রতিক প্রবণতা
জাপানে ৬.৫ মাত্রার ভূমিকম্প অনুভূত
জাপানে ৬.৫ মাত্রার ভূমিকম্প অনুভূত
মনোনয়নপত্র সংগ্রহ করলেন মোস্তাফিজুর রহমান মোস্তাক
ঝিনাইদহ-১ আসনে উপনির্বাচনমনোনয়নপত্র সংগ্রহ করলেন মোস্তাফিজুর রহমান মোস্তাক
‘ক্রিকেট বেসবলে পরিণত হচ্ছে’
‘ক্রিকেট বেসবলে পরিণত হচ্ছে’
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই