হাফিজের খোঁচা সহ্য হয়নি কিউই ক্রিকেটারের

নিউজিল্যান্ড সিরিজ বাতিল করার পর থেকে পাকিস্তানে সমালোচনার ঝড় বইছে। কিউই ক্রিকেটাররা সোশ্যাল মিডিয়ায় রীতিমত টার্গেটে পরিণত হয়েছেন। পাকিস্তানের অভিজ্ঞ ক্রিকেটার মোহাম্মদ হাফিজ তো খোঁচাও মেরেছেন!

বিমান বন্দরে কিউইদের পাকিস্তান ছাড়ার ছবি পোস্ট করে হাফিজ বলেছেন, ‘ব্ল্যাকক্যাপসদের নির্বিঘ্নে বিমান বন্দরে পৌঁছে দেওয়ার জন্য পাকিস্তানের নিরাপত্তা রক্ষীদের ধন্যবাদ। বিস্মিত হচ্ছি এটা দেখে যে একই পথ, একই নিরাপত্তা। কিন্তু আজ কোন হুমকি নেই?’ 

এমন খোঁচা হজম করতে পারেননি কিউই পেসার মিচেল ম্যাকক্লেনাঘান। ৩৫ বছর বয়সী এই পেসার বলেছেন, ‘এটা খুবই আক্রমণাত্মক। সিরিজ বাতিলের জন্য খেলোয়াড়দের বা সংস্থাকে দোষ দিও না। যদি দিতেই হয় আমাদের সরকারকে দাও। যেভাবে তাদের পরামর্শ দেওয়া হয়েছে, তারা সেভাবেই কাজ করেছে। আমি নিশ্চিত ছেলেরা খেলতে চেয়েছিল। কিন্তু ওদের কাছে কোন বিকল্প ছিল না।’

অবশ্য একটা সিরিজ ঘিরে এমন উত্তেজনা হওয়ারই কথা। নিউজিল্যান্ড ১৮ বছর পর পাকিস্তানে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে গিয়েছিল। তাও সেটা করেছিল নিরাপত্তা বিশেষজ্ঞদের সবুজ সঙ্কেতের পরেই। উন্মোচন করা হয়েছিল ট্রফিও। কিন্তু সিরিজ শুরুর আগ মুহূর্তে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড জানায়, ‘নিউজিল্যান্ড সরকার নিরাপত্তা নিয়ে সতর্ক করায় ব্ল্যাকক্যাপসরা সফর বাতিল করেছে। দলের পাকিস্তান ত্যাগ করার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে এখন।’