নতুন চ্যালেঞ্জের সামনে কেয়ার্নস, জানালেন কৃতজ্ঞতা 

মৃত্যুর খুব কাছ থেকে ফিরেছেন ক্রিস কেয়ার্নস। বেঁচে ফেরার পর ধন্যবাদ জানিয়েছেন চিকিৎসকদের। যারা তাকে জীবন রক্ষাকারী অস্ত্রোপচারে সুস্থ করে তুলেছেন। অবশ্য এই অস্ত্রোপচার তার জীবন ফিরিয়ে দিলেও অকেজো করে দিয়েছে দুই পা। স্পাইনাল স্ট্রোকে প্যারালাইজড হয়ে গেছেন পুরোপুরি! যার ফলে নতুন চ্যালেঞ্জের সামনে পড়ে গেছেন সাবেক কিউই ক্রিকেটার।  

সুস্থ হয়ে কিউই লিজেন্ড ভিডিও বার্তায় কথা বলেছেন প্রথমবার। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিওতে বলেছেন, ‘৬ সপ্তাহ আগের কথা। আমার হৃদযন্ত্রের মহাধমনীতে সমস্যা ধরা পড়ে। পরিস্থিতি এমন হয়ে দাঁড়ায়, আমাকে বেশ কয়েকবার অস্ত্রোপচার করাতে হয়েছে। বিশেষজ্ঞদের কাছে অনেক কৃতজ্ঞ যে তারা আমার হৃদযন্ত্রকে রক্ষা করেছেন।’

তবে এরপরেই নতুন জটিলতা দেখা দেয় কেয়ার্নসের শরীরে। স্পাইনাল স্ট্রোকে আক্রান্ত হওয়ায় পক্ষাঘাতগ্রস্ত হয়েছেন পরে। এর বিস্তারিত তুলে ধরে সাবেক অলরাউন্ডার আরও বলেছেন, ‘সবচেয়ে বড় যে জটিলতা দেখা দেয়, সেটা হলো স্পাইনাল স্ট্রোকে আক্রান্ত হওয়া। যা আমার পুনর্বাসন প্রক্রিয়ায় কঠিন চ্যালেঞ্জ তৈরি করেছে। সামনে দীর্ঘযাত্রা বাকি। এরপরেও এ অবস্থায় ফিরে আসতে পেরে আমি কৃতজ্ঞ।’