বোলিংয়ের পর আফগান ব্যাটসম্যানদেরও দাপট

চারদিনের ম্যাচে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে দারুণ বোলিংয়ের পর ব্যাটিংয়েও দুর্দান্ত আফগানিস্তানের যুবারা। বাংলাদেশের করা ১৬২ রানের জবাবে দিন শেষে ৬৪ রানের লিড নিয়েছে সফরকারী দল। বৃহস্পতিবার দিনশেষে আফগানিস্তানের সংগ্রহ ৮ উইকেট ২২৬ রান।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও দাপট ধরে রেখেছে আফগানিস্তান। বৃহস্পতিবার আফগান ব্যাটসম্যান বিলাল সাঈদি সেঞ্চুরি করেছেন। তার সেঞ্চুরিতে বড় সংগ্রহ দাঁড় করায় আফগানিস্তান। ২৯১ বলে ১২ চার ও ১ ছক্কায় ১০১ রান করে সেচ্ছায় অবসরে যান এই তরুণ। ওপেনার বিলাল বাদে রান পেয়েছেন কামরান হোটাক। ১৭৫ বলে ৮ চারে সাজিয়েছেন ৬৬ রানের ইনিংস।
 
বাংলাদেশের বোলারদের হয়ে আশরাফুল ইসলাম সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন। এছাড়া একটি করে উইকেট নিয়েছেন আহসান হাবিব, মুশফিক হাসান, মেহেরাব ও আইচ মোল্লা। এর আগে বুধবার আইচ মোল্লার ৩৯ ও মেহরাবের ২৮ রানের ওপর ভর করে বাংলাদেশের যুবারা ১৬২ রান করেছে।