আইপিএলে মোস্তাফিজ জাদু, এবার উইকেটও এলো

বল হাতে রীতিমতো বসন্ত চলছে মোস্তাফিজুর রহমানের। ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে ছিলেন দুর্দান্ত। আইপিএলে গিয়ে রাজস্থান রয়্যালসের জার্সিতেও দাপট দেখাচ্ছেন বাঁহাতি পেসার। করোনাভাইরাস বিরতির পর প্রতিযোগিতাটির দ্বিতীয় পর্বে পাঞ্জাব কিংসের বিপক্ষে উইকেট না পেলেও ছিলেন কার্যকারী। আর আজ (শনিবার) দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে অসাধারণ সময় কাটালেন মোস্তাফিজ। ‍চমৎকার বোলিংয়ে ৪ ওভারে মাত্র ২২ রান দিয়ে পেয়েছেন ২ উইকেট।

আবুধাবিতে রাজস্থানের বিপক্ষে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৫৪ রান করেছে দিল্লি। তাদের রানের লাগাম ধরে রাখতে সবচেয়ে বড় অবদান মোস্তাফিজের। ৪ ওভারে মাত্র ২২ রান খরচ করেছেন বাংলাদেশি পেসার। পেয়েছেন ২ উইকেট। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়ে রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসন বল তুলে দেন মোস্তাফিজের হাতে। প্রথম ওভারে তিনি খরচ করেন ৬ রান।

ওই এক ওভারই শেষ। দ্বিতীয় স্পেলে মোস্তাফিজ বল পান ইনিংসের ১২তম ওভারে। এই ওভারে ‘ফিজ’ পেয়ে যান আইপিএল দ্বিতীয় পর্বের প্রথম উইকেট। বোল্ড করে ফেরান দিল্লি অধিনায়ক ঋষভ পান্তকে। ১ উইকেট নিয়ে তার খরচ মাত্র ৫ রান। আবার বিরতি দিয়ে ১৭ ওভারে বোলিংয়ে আসেন কাটার মাস্টার। এই ওভারেও উইকেট। শিমরন হেটমায়ারকে ফিরিয়ে খরচ করেন মাত্র ৪ রান।

মোস্তাফিজের জাদুকরী বোলিং চলেছে ইনিংসের শেষ ওভারেও। ৯ রান খরচ করলেও ভুগতে হয়েছে দিল্লি ব্যাটসম্যানদের। শেষ দুই বলে ৪ রান এসেছে। কিন্তু তাতে মিশে আছে মিস ফিল্ডিং ও দুর্ভাগ্য। রান আউটের সুর্বণ সুযোগ নষ্ট হয় মোস্তাফিজ স্টাম্পে বল লাগাতে না পারায়।

সব মিলিয়ে অসাধারণ এক ম্যাচ পার করলেন বাংলাদেশি পেসার। পয়েন্ট টেবিলের দুই নম্বরে থাকা দিল্লির ব্যাটসম্যানদের একেবারেই সুবিধা করতে দেননি মোস্তাফিজ। সবচেয়ে বড় কথা, ৪ ওভারে একটি বাউন্ডারিও হজম করেননি বাঁহাতি পেসার!