‘আজ নারিনের বদলে সাকিবকে নেওয়া জরুরি ছিল’

আইপিএলের দ্বিতীয় পর্বে তৃতীয় ম্যাচ মাঠে গড়াচ্ছে কলকাতার। কিন্তু তিনটির কোনওটিতেই দেখা মিললো না সাকিব আল হাসানের। রবিবারও উইনিং কম্বিনেশন রেখে মাঠে নেমেছে ইয়ন মরগানরা। টস জিতে ব্যাটিং নিয়েছে কলকাতা নাইট রাইডার্স।

অবশ্য সংযুক্ত আরব আমিরাতে দুপুরে পিচের যে কন্ডিশন, তাতে সাকিবকে রাখা হলে বিষয়টা যুক্তিসঙ্গত হতো বলে মনে করছেন অনেকে। টুইটারে শাকির রাফিক এর যুক্তি দিয়ে বলেছেন, ‘আজকে নারিনের বদলে সাকিবকে নেওয়া জরুরি ছিল। কারণ সে একজন পরিপূর্ণ অলরাউন্ডার। পাশাপাশি এই স্লো পিচে ফাফ দু প্লেসির বিরুদ্ধে সাকিব বেশি কার্যকরী হতে পারতো।’

পিচ যে ধীরে ধীরে স্লো হয়ে যেতে পারে একথা বলেছেন অধিনায়ক মরগান নিজেও। তাই শুরুতেই ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন।

৯ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে দুই আছে চেন্নাই সুপার কিংস। আর টানা দুই ম্যাচ জেতা কলকাতা ৮ পয়েন্ট নিয়ে অবস্থান করছে চারে। 

চেন্নাই একাদশ: ঋতুরাজ গায়কোয়ার, ফাফ দু প্লেসিস, মঈন আলী, আম্বাতি রাইয়ুদু, সুরেশ রায়না, মহেন্দ্র সিং ধোনি(অধিনায়ক), রবীন্দ্র জাদেজা, স্যাম কারেন, শার্দুল ঠাকুর, দীপক চাহার, জশ হ্যাজেলউড।

কলকাতা একাদশ: শুবমান গিল, ভেঙ্কেটেশ আইয়ার, রাহুল ত্রিপাঠি, ইয়ন মরগান (অধিনায়ক), নিতিশ রানা, আন্দ্রে রাসেল, দিনেশ কার্তিক, সুনিল নারিন, লকি ফার্গুসন, প্রসিদ্ধ কৃষ্ণা, বরুণ চক্রবর্তী।