শঙ্কা কেটে গেছে, মাহমুদউল্লাহকে নিয়েই শুরু বিশ্বকাপ

মাহমুদউল্লাহর চোট বাংলাদেশ দলে অস্বস্তির খবর হয়ে এসেছিল। তবে টি-টোয়েন্টি অধিনায়ককে নিয়ে সব শঙ্কা কেটে গেছে। আগামীকাল (রবিবার) শুরু হবে বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ। স্কটল্যান্ডের বিপক্ষে তাকে নিয়েই মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে মাহমুদউল্লাহ নিজেই নিশ্চিত করেছেন বিষয়টি।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক বলেছেন, ‘আমি মোটামুটি সেরে উঠেছি। আগের ইনজুরি এখানে আসার পর দেখা দেয়। এখন ভালো রিকভারি করেছি, সামনের ম্যাচে (স্কটল্যান্ড) খেলতে পারবো।’

রবিবার শুরু হচ্ছে কুড়ি ওভারের বিশ্বকাপ। উদ্বোধনী দিনে চার দল মাঠে নামবে। ওমানের আল আমিরাত ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকাল ৪টায় স্বাগতিক ওমান লড়বে পাপুয়া নিউগিনির বিপক্ষে। একই মাঠে বাংলাদেশ সময় রাত ৮টায় স্কটল্যান্ডের বিপক্ষে লড়বে বাংলাদেশ।

বেশ কিছুদিন ধরেই পুরনো পিঠের চোটে ভুগছেন মাহমুদউল্লাহ। এই চোটের কারণে বেশ কিছুদিন বোলিং বন্ধ রেখেছিলেন। কিন্তু টানা খেলার কারণে পিঠের ব্যথা আবার বেড়ে যায় তার। যে কারণে ওমান ‘এ’ দলের বিপক্ষে আনঅফিসিয়াল প্রস্তুতি ম্যাচের পর শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ ওয়ার্ম-আপ ম্যাচে নামতে পারেননি। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিয়েছিলেন লিটন দাস।