সাকিবের দেখা পেতে অধীর আগ্রহে অপেক্ষায় পিএনজি অলরাউন্ডার

টি-টোয়েন্টি বিশ্বকাপে নেমেই একটা রেকর্ড গড়ে ফেলেছেন সাকিব আল হাসান। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেটের তালিকায় শীর্ষে বসেছেন লাসিথ মালিঙ্গাকে সরিয়ে। আরও কয়েকটি রেকর্ড ডাকছে তাকে। শুধু কি রেকর্ড, বল কিংবা ব্যাট হাতে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার সামর্থ্য ক্রিকেট বিশ্বে সাকিবকে আলাদা জায়গা করে দিয়েছে। এমন একজন ক্রিকেটারের সান্নিধ্য তরুণ ক্রিকেটাদের কাছে পরম পাওয়া। প্রতিপক্ষের খেলোয়াড় হলেও পাপুয়া নিউগিনির অলরাউন্ডার চার্লস আমিনির অবস্থা যেন ঠিক তাই!

আগামীকাল (বৃহস্পতিবার) বাংলাদেশ সময় বিকাল ৪টায় পিএনজির মুখোমুখি হচ্ছে লাল-সবুজ জার্সিধারীরা। টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে সাকিবের সাক্ষাৎ পেতে অধীর আগ্রহে অপেক্ষায় আছেন আমিনি। অলরাউন্ডার হিসেবে ক্রিকেট ইতিহাসে আলাদা জায়গা করে নেওয়া সাকিবের কাছ থেকে কিছু পরামর্শ নেওয়ার আকাঙ্ক্ষা পিএনজি অলরাউন্ডারের।

বাংলাদেশের তরুণ স্পিনারদের বলতে শোনা যায় কথাটা— সাকিবের কাছ থেকে পরামর্শ নিয়ে তাদের উন্নতি হয়েছে। এই তো দিনকয়েক আগেই বাংলা ট্রিবিউনকে দেওয়া সাক্ষাৎকারে নাসুম আহমেদ জানিয়েছিলেন, আন্তর্জাতিক ক্রিকেটে তার মানিয়ে নেওয়া বা সাফল্য পাওয়ার পথে সাকিবের অবদান কতটা। শুধু সতীর্থ নয়, প্রতিপক্ষের খেলোয়াড়রাও সাকিবের কাছ থেকে বিভিন্ন সময় পরামর্শ নিয়ে থাকেন। আমিনি তাদের একজন হতে চান।

বাংলাদেশের বিপক্ষে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে পিএনজির ২৯ বছর বয়সী অলরাউন্ডার বলেছেন, ‘সাকিবের সঙ্গে দেখা করতে আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি। উন্মুখ হয়ে আছি। সে বিশ্বের অন্যতম সেরা এক অলরাউন্ডার। আমি তার কাছে জানতে চাই, ম্যাচের আগে সে কীভাবে নিজেকে প্রস্তুত করে।’

আমিনি নিজেও বাঁহাতি ব্যাটার, তাই ব্যাটিং নিয়ে আলাদা ‘টিপস’ চাইবেন সাকিবের কাছে, ‘সে (সাকিব) আমার মতোই বাঁহাতি ব্যাটার। আমি তার রোজকার রুটিন জানতে চাইবো। আমি তার কাছ থেকে শিখতে চাই। এটা নিশ্চিতভাবেই আমার জন্য অনেক বড় অভিজ্ঞতা হবে।’