X
শনিবার, ০৪ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

ঢাকা লিগের কারণে জিম্বাবুয়ে সিরিজের শুরুতে খেলবেন না সাকিব!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ এপ্রিল ২০২৪, ২০:২১আপডেট : ২৩ এপ্রিল ২০২৪, ২০:২৫

আগামী ৩ মে থেকে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে। তবে প্রথম তিন ম্যাচে খেলবেন না সাকিব আল হাসান। এই সময় তিনি শেখ জামালের হয়ে ঢাকা লিগে অংশ নেবেন। অবশ্য মিরপুরে শেষ দুটি ম্যাচে অংশ নেবেন বাঁহাতি এই অলরাউন্ডার। এমনটাই ইঙ্গিত দিয়েছেন বিসিবি প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। 

মঙ্গলবার দুপুরে জিম্বাবুয়ে সিরিজের আগে তিন দিনের প্রস্তুতি ক্যাম্পের জন্য ১৭ ক্রিকেটারের নাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। ২৬-২৮ এপ্রিল চটগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হতে যাওয়া এই ক্যাম্পের তালিকায় নেই সাকিব ও মোস্তাফিজুর রহমানের নাম। 

সাকিবের না থাকার কারণ ব্যাখ্যা করতে গিয়ে লিপু বলেছেন, ‘তার (সাকিব) সঙ্গে যোগাযোগ করা হয়েছে। জানা গেছে যে এই মাসের শেষ নাগাদ সে (সাকিব) বাংলাদেশে আসবে এবং একটা সম্ভাবনা আছে যে ঢাকা প্রিমিয়ার লিগে একটা-দুটো ম্যাচে খেলবে। তারপর আমাদের টিম ম্যানেজমেন্টের সঙ্গে ঢুকে যাবে। এরপর কিছু তো ক্রিকেটিং স্কিলের অনুশীলনের সুযোগ থাকবে, সে যেভাবে চায়, টিম ম্যানেজমেন্ট যেভাবে চায়। তারপরে আমরা চাইবো যেহেতু ৫টা ম্যাচ আছে, শেষের দিকে সে যেন খেলার সুযোগ পায়।’ 

জিম্বাবুয়ে ২৮ তারিখে বাংলাদেশ পা রাখবে। এদিকে মে মাসের ৩, ৫ ও ৭ তারিখে চট্টগ্রামে ৩টি টি-টোয়েন্টি ম্যাচ হবে, ঢাকায় বাকি দুটো ম্যাচ ১০ এবং ১২ মে। সাকিব চট্টগ্রাম পর্বে থাকছেন না এমনটাই আভাস দিয়েছেন লিপু, ‘আমরা দলটা ২৮ তারিখে দিবো, তখনি আপনারা পরিষ্কার ধারণা পেয়ে যাবেন যে সে (সাকিব) কয় ম্যাচের জন্য অ্যাভেইলেবল থাকছে এবং কয়টার জন্য থাকছে না।’

চোখের সমস্যা নিয়ে ভারতে ২০২৩ বিশ্বকাপের কয়েকটি ম্যাচ খেলেন সাকিব। বৈশ্বিক ওই আসরে শ্রীলঙ্কার বিপক্ষে আঙুলে চোট পেলে শেষ ম্যাচ থেকে ছিটকে যান তিনি। পরে বিপিএল দিয়ে মাঠে ফেরেন। কিন্তু টুর্নামেন্টের শুরুর দিকে চোখের অস্বস্তিতে ব্যাটিংয়ে ভোগান্তিতে পড়তে হয়ে রংপুর রাইডার্সের তারকা ক্রিকেটারকে। 

ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে শেষ কয়েকটি ম্যাচে চোখের সমস্যা নিয়ে খেলেছিলেন। খেলেননি নিউজিল্যান্ডের বিপক্ষে হোম অ্যান্ড অ্যাওয়ে সিরিজেও। তবে বিপিএলে মধ্য দিয়ে মাঠের ক্রিকেটে ফিরেছিলেন সাকিব। পরবর্তীতে লঙ্কানদের বিপক্ষে তিন সংস্করণের সিরিজ থেকেই শুরুতে বিরতি চেয়ে নেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। তবে তখন শেখ জামালের হয়ে প্রিমিয়ার লিগের তিনটি ম্যাচ খেলেন ৩৭ বছর বয়সী অলরাউন্ডার। পরে চট্টগ্রামে দ্বিতীয় টেস্ট খেলেন সাকিব। এরপর থেকে ক্রিকেটের বাইরে তিনি। এই মুহূর্তে পরিবারের সঙ্গে সময় কাটাতে আছেন যুক্তরাষ্ট্রে।

এদিকে সাকিবের মতো মোস্তাফিজকেও রাখা হয়নি প্রাথমিক ক্যাম্পে। আগামী ১ মে পর্যন্ত অনাপত্তিপত্র দেওয়া আছে তাকে। স্বাভাবিকভাবেই প্রথম ম্যাচটি খেলতে পারবেন না বাঁহাতি এই পেসার। মোস্তাফিজকে নিয়ে প্রধান নির্বাচক বলেছেন, ‘আমার মনে হয় অন্তত প্রথম ম্যাচে আমরা তাকে পাচ্ছি না। কারণ সে আসবে, এরপর আমাদের মেডিক্যাল টিমের একটা স্ক্রিনিং প্রক্রিয়ার মধ্য দিয়ে তাকে যেতে হবে। এরপর তার সঙ্গে আমাদের কথা হবে, আমরা বুঝে নেওয়ার চেষ্টা করবো। আমার বিশ্বাস সে হয়তো প্রথম ম্যাচে অ্যাভেইলেবল থাকবেন না।’

প্রস্তুতি ক্যাম্পের স্কোয়াড থেকে বাদ পড়েছেন অফস্পিনিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। তবে মিরাজের বদলে নির্বাচকদের নজরে আছেন মোহাম্মদ সাইফউদ্দিন। ২০২২ সালের পর সাইফ কোন আন্তর্জাতিক ম্যাচ খেলেননি। তাকে নিয়ে বেশ আশাবাদী শোনালো প্রধান নির্বাচকের কণ্ঠ, ‘দিন শেষে পারফরম্যান্স একটা বড় বিষয়। সাইফউদ্দিন হয়তো তার ব্যাটিংয়ে কিছুটা এগিয়ে আছে। আবার বোলিংয়ে তার প্রতিদ্বন্দ্বী আছে। তাই জিম্বাবুয়ে সিরিজটি তার স্বরূপে ফেরার জন্য বড় একটি সুযোগ। তাকে নিয়ে আমাদের অনেক আগ্রহ আছে।’
 
এদিকে শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ওয়ানডেতে চোট পেয়েছিলেন সৌম্য সরকার। এই চোটে প্রিমিয়ার লিগও খেলতে পারছেন না টপ অর্ডার এই ব্যাটার। ইতোমধ্যে অনুশীলন শুরুও করেছেন তিনি। তাকে রাখা হয়েছে তিনদিনের ক্যাম্পের স্কোয়াডে। সৌম্যকে নিয়ে লিপু বলেছেন, ‘সৌম্য  চোট থেকে ফেরার প্রক্রিয়ায় আছে। সেখানেও তার একটা নিবিড় পর্যবেক্ষণ হবে। ট্রেনার, ফিজিওরা তাকে দেখবে। তবে কৌশলগত দিক থেকে যে লেকচারগুলো হবে, সেগুলোতে যেন অংশ নিতে পারে, তাই সে দলের সঙ্গে থাকবে।’

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
তিন মাঠে সাকিব, মোসাদ্দেক, জাকিরের তাণ্ডব
সাকিবের সঙ্গে উপজেলা নির্বাচনের দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সাক্ষাৎ
নিউইয়র্কে সাকিবের ব্যবহারে মুগ্ধ বাংলাদেশের সাবেক গোলকিপার 
সর্বশেষ খবর
ছেলের মৃত্যুর ৪ দিনের মাথায় চলে গেলেন বাবা, গ্রামজুড়ে শোকের ছায়া
ছেলের মৃত্যুর ৪ দিনের মাথায় চলে গেলেন বাবা, গ্রামজুড়ে শোকের ছায়া
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা