বিশ্বকাপের দ্বিতীয় সর্বনিম্ন স্কোরে অলআউট ডাচরা

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়ায় নেদারল্যান্ডসের কাছে এই ম্যাচের মূল্য ছিল না। যার প্রমাণ হিসেবে ছিল তাদের ব্যাটিং! শ্রীলঙ্কার বিপক্ষ প্রথম পর্বের শেষ ম্যাচে মাত্র ৪৪ রানে অলআউট হয়েছে নেদারল্যান্ডস। যা টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় সর্বনিম্ন দলীয় সংগ্রহ।  

টি-টোয়েন্টি বিশ্বকাপের সর্বনিম্ন দলীয় স্কোরটিও ডাচদের। এই লঙ্কানদের বিপক্ষেই তারা ২০১৪ সালে ৩৯ রানে অলআউট হয়েছিল।

শ্রীলঙ্কা আগেই সুপার টুয়েলভ নিশ্চিত করায় এই ম্যাচটি ছিল আনুষ্ঠানিকতার। পাশাপাশি পরীক্ষা-নিরীক্ষারও। শারজার এই মাঠেই দ্বিতীয় পর্বের তিনটি ম্যাচ খেলবে শ্রীলঙ্কা। তাই টস জিতে শুরুতে বোলিং নিয়ে কন্ডিশন সম্পর্কে ধারণা নেওয়ার কথা বলেন অধিনায়ক দাসুন শানাকা।  

জবাবে ব্যাটিংয়ে নামলে নেদারল্যান্ডসের একজন বাদে আর কেউ ডাবল ফিগারে পৌঁছাতে পারেননি। লেগ স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা ও পেসার লাহিরু কুমারার বোলিংয়েই তারা ভুগেছে সবচেয়ে বেশি। ৭ রানে ৩ উইকেট নেন কুমারা, ৯ রানে সমসংখ্যক উইকেট নেন হাসারাঙ্গাও। দুটি নেন অফস্পিনার মাহিশ থিকশানা।