পাকিস্তানকে ১৫২ রানের লক্ষ্য দিয়েছে ভারত

টি-টোয়েন্টি বিশ্বকাপে উত্তেজনা ছড়ানো ম্যাচে পাকিস্তানকে ১৫২ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য দিয়েছে ভারত। সুপার টুয়েলভে টস হেরে ব্যাট করতে নেমে বিরাট কোহলির দল ৭ উইকেটে সংগ্রহ করেছে ১৫১ রান।

অতীত পরিসংখ্যান বলে বিশ্বমঞ্চে আগের ৫ ম্যাচের ৫টিতেই ভারতের কাছে হেরেছে পাকিস্তান। টস হেরে ভারত ব্যাটিংয়ে নামলে মনে হচ্ছিল এই পরিসংখ্যান বুঝি বদলে ফেলতে চায় বাবর আজমরা। তিন ওভারের মাঝে দুই ওপেনারকে ফিরিয়ে সেই বার্তাই দিচ্ছিলেন পেসার শাহীন আফ্রিদি।

শুরুর এই ধাক্কা সূর্য কুমার যাদবও সামাল দিতে পারেননি! হাসান আলী তাকে বিদায় দিলে পাওয়ার প্লেতেই ৩ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে ভারত। পরিস্থিতি তখন এমন যে, মোক্ষম সময়েই রানের চাকা সচল ছিল না। কঠিন এই পরিস্থিতি থেকে দলকে উদ্ধার করেন ঋষভ পান্ত ও বিরাট কোহলি। এ দুজনের ৫৩ রানের জুটিই সচল করে স্কোরবোর্ড। ৩০ বলে ৩৯ রান করা পান্তকে বিদায় দিয়ে জুটি ভাঙেন শাদাব খান। তার পরেও রানের রাশ হাতছাড়া হতে দেননি কোহলি। সঙ্গী ছিলেন রবীন্দ্র জাদেজা। দুজনে মিলে গড়েন ৪১ রানের জুটি।

জাদেজা ফিরলেও দলের পুঁজি সমৃদ্ধ করেছেন ভারতের অধিনায়ক। বিদায় নেওয়ার আগে ৪৯ বলে ৫৭ রানের ইনিংস খেলেছেন। যাতে ছিল ৫টি চার ও একটি ছয়।

শেষ দিকে পাকিস্তানের বাজে ফিল্ডিংয়ের খেসারতে আরও কিছু রান বাড়ে ভারতের। ৭ উইকেটে তারা করতে পারে ১৫১ রান।

৩১ রানের বিনিময়ে তিনটি উইকেট নেন শাহীন। ৪৪ রানে  ‍দুটি নেন হাসান আলী। একটি করে নিয়েছেন হারিস রউফ।