তবু আগ্রাসী ব্যাটিং ছাড়বে না ওয়েস্ট ইন্ডিজ

টি-টোয়েন্টি বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন তারা। ব্যাট হাতে যাদের ধুন্ধুমার ব্যাটিং স্টেডিয়াম মাত করে রাখে। সেই ওয়েস্ট ইন্ডিজ টুর্নামেন্ট শুরু করেছে বাজেভাবে! তাও আবার ইংল্যান্ডের বিপক্ষে ৫৫ রানে অলআউট হয়ে। মারমুখী ব্যাটিংয়ের মূল্যই দিতে হয়েছে তাদের। মঙ্গলবার বিকাল ৪টায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ম্যাচ। ক্যারিবীয় কোচ ফিল সিমন্স জানালেন, তার পরেও আগ্রাসী ব্যাটিং ছাড়বে না তার দল।

প্রথম ম্যাচের ব্যাটিংটাকে তিনি স্রেফ বাজে শট সিলেকশনের মাঝেই ফেলে দিলেন, ‘আমার জন্য শনিবারটা ছিল বাজে শট সিলেকশনের দিন। বোলিংটাও আহামরি কিছু ছিল না। অথচ ইংলিশদের বিপক্ষে আমরা আগেও মুখোমুখি হয়েছি। তাই বিষয়টাকে বাজে শট সিলেকশনের মাঝেই ফেলবো।’

অথচ ক্যারিবীয়দের এই ব্যাটিং লাইন আপটা বারুদ ঠাসা।  যাদের মূল মন্ত্র পাওয়ার হিটিং।তাই সংযুক্ত আরব আমিরাতের স্লো ও নিচু উইকেটে সমস্যার মুখে পড়তে হয়েছে রাসেল-পোলার্ডদের। সিমন্স স্বীকার করেছেন, বিষয়টা প্রভাব ফেলেছে ঠিকই। কিন্তু খেলার স্টাইলে বদল আনবে না তারা। তবে পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে খেলার প্রয়োজনীয়তা অনুভব করছেন তিনি, ‘আমাদের খেলার ধরনটা সব সময়ই একটা স্টাইল মেনে চলে। তবে একটা বিষয়টা আমাদের ভাবা উচিত। সেটা হলো সময়ের সঙ্গে পরিস্থিতি বুঝে উঠা এবং তার সঙ্গে মানিয়ে খেলতে পারা। আমার মনে হয়, দলে যথেষ্ট অভিজ্ঞ খেলোয়াড় আছে সেটা করতে পারার জন্য।তাই আগ্রাসী মনোভাবটা ছাড়বো না। কিন্তু শট সিলেকশন ও পরিস্থিতি বুঝে ওঠার ব্যাপারটায় আমাদের আরও ভালো হতে হবে।’