ফাইনাল টাই হলে ফল নির্ধারণ কীভাবে?

দুই বছর আগের ফাইনাল এখনও ভুলতে পারেনি নিউজিল্যান্ড। ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপে আইসিসির অদ্ভুত নিয়মের বলি হয়েছিল কিউইরা। স্বাগতিক ইংল্যান্ডের মুখোমুখি হয়েছিল কেন উইলিয়ামসনরা। ফাইনালে দুই দলের ইনিংস শেষে ম্যাচ টাই হয়, ফলাফল নিশ্চিত করতে ম্যাচ গড়ায় সুপার ওভারে। সেটাও টাই হয়। শেষ পর্যন্ত বিজয়ী নির্ধারণ করতে আইসিসি নিয়ম করে ম্যাচে বেশি বাউন্ডারি মেরেছে যে দল, তারাই জিতবে শিরোপা। এবার অবশ্য অদ্ভুত সেই নিয়ম থাকছে না।

গত বিশ্বকাপের পরপরই এমন বিতর্কিত নিয়মের পরিবর্তন আনে আইসিসি। আজ (রবিবার) দুবাইতে দুই বছর আগের সেই টাই ঘটনার পুনরাবৃত্তি ঘটলে যথারীতি ম্যাচ গড়াবে সুপার ওভারে। সুপার ওভারও টাই হলে কোনও বাউন্ডারি গণনা হবে না। হবে আরেকটি সুপার ওভার। সেখানেও যদি টাই হয়? আরেকটি সুপার ওভার হবে। এভাবেই ফল নিষ্পত্তি হওয়ার আগ পর্যন্ত চলতে থাকবে সুপার ওভার। আইসিসির এমন নিয়মে হাফ ছেড়ে বাঁচতে পারেন উইলিয়ামসনরা।

এছাড়া দুবাইতে আবহাওয়ার কারণে ম্যাচটি নির্ধারিত সময়ে না গড়ানো সম্ভব হলে কার্টেল ওভারে গড়াবে। সেটিও সম্ভব না হলে রিজার্ভ ডে রাখা হয়েছে। এছাড়া কোনও কারণে দুই দল কমপক্ষে ১০ ওভার ব্যাটিং করতে না পারলে, সেক্ষেত্রে খেলা যেখান শেষ হয়েছিল পরের দিন ঠিক সেখান থেকেই শুরু করা হবে।