হারের পরও বোলারদের দোষ দেখছেন না উইলিয়ামসন

ফাইনালে ট্রেন্ট বোল্ট ছাড়া নিউজিল্যান্ডের বাকি বোলাররা ছিলেন ছন্নছাড়া। বিশেষ করে তাদের লাইন ও লেংথ ছিল অগোছালো। সে কারণে বেশি মারও খেয়েছেন ইশ সোধি ও টিম সাউদিরা। কিন্তু হারের পর বোলারদের কাঠগড়ায় তুললেন না কেন উইলিয়ামসন। বরং অস্ট্রেলিয়ার দারুণ ব্যাটিংকেই সামনে আনলেন তিনি।

১৭৩ রানের লক্ষ্য দেওয়ার পরেও নিউজিল্যান্ড প্রতিপক্ষকে রুখতে পারেনি। উইলিয়ামসন এর পরেও নিজেদের বোলিং আক্রমণকে ত্রুটিপূর্ণ বললেন না, ‘পুরো টুর্নামেন্টে আমাদের এই বোলিং আক্রমণই মূল শক্তির জায়গা হিসেবে বিবেচিত হয়ে আসছে। কিন্তু অস্ট্রেলিয়ার ব্যাটিং কোয়ালিটি যদি দেখেন, তাহলে এটা স্পষ্ট হয়ে আসে ওরা আমাদের শুরুতেই চাপে ফেলে দিয়েছে। আমরাও ব্রেক থ্রু নিতে পারিনি। তবে ওরা খুবই ভালো খেলেছে। শুরুতে যে মোমেন্টাম পেয়েছে, পরে আর পাল্টায়নি। এটা মানতেই হবে অস্ট্রেলিয়া খুবই শক্তিশালী একটি দল। যারা খুবই ভালো ক্রিকেট খেলেছে।’

তবে ফাইনালে পরাজয়ের পরেও এই দলটাকে নিয়ে গর্ব হচ্ছে কেন উইলিয়ামসনের। তা অবশ্য হওয়ারই কথা। ২০১৫ সাল থেকে চারটি আইসিসি টুর্নান্টের ফাইনাল খেলেছে তারা। তাই দলের প্রশংসা করে তিনি বলেছেন, ‘যদি পুরো টুর্নামেন্ট দেখেন। আমরা যে মানের ক্রিকেট খেলে এসেছি, তাতে আমরা এই দলটার কীর্তি নিয়ে খুবই গর্বিত।’