চট্টগ্রাম টেস্টে কারা থাকছেন, জানিয়ে দিলেন বাবর

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপ মিশন শুরু হচ্ছে শুক্রবার। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট ম্যাচ। ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে পাকিস্তানের অধিনায়ক বাবর আজম ১২ জনের দল ঘোষণা করেছেন। স্বাভাবিকভাবেই ওখান থেকে ১১ ক্রিকেটার নিয়ে গঠন করা হবে মূল একাদশ।

পাকিস্তানের বিপক্ষে এখন অবধি কোনও ম্যাচ জিততে পারেনি বাংলাদেশ। ১১ ম্যাচের মধ্যে ১০ ম্যাচেই হেরেছে, বাকি একটি ম্যাচ ড্র হয়েছে। ২০১৫ সালে খুলনাতে খেলা ম্যাচটি স্বাগতিকরা ড্র করেছিল।

সর্বশেষ গত বছরের ফেব্রুয়ারিতেও পাকিস্তান সফরে সঙ্গী ছিল হতাশা। রাওয়ালপিন্ডিতে ইনিংস ও ৪৪ রানে হেরেছে বাংলাদেশ। এরপর করোনার কারণে করাচিতে অনুষ্ঠেয় দ্বিতীয় টেস্ট ম্যাচটি বাতিল হয়।

পাকিস্তানের ১২ জনের দল:

বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), আব্দুল্লাহ শফিক, আবিদ আলী, আজহার আলী, ফাওয়াদ আলম, ফাহিম আশরাফ, ইমাম উল হক, হাসান আলী, নুমান আলী, সাজিদ খান  ও শাহীন শাহ আফ্রিদি।