ওয়েস্ট ইন্ডিজের লিড বেশি বাড়তে দেয়নি শ্রীলঙ্কা

গল টেস্টে ২০৪ রানে গুটিয়ে যাওয়ার পর ওয়েস্ট ইন্ডিজকেও বেশি দূর যেতে দেয়নি শ্রীলঙ্কা। প্রথম ইনিংসে ক্যারিবীয়দের রুখে দিয়েছে ২৫৩ রানে। তাতে লিডটাও অল্পতে বেঁধে রাখা গেছে। জবাবে দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কা ২ উইকেটে ৪৬ রান তুলেই তৃতীয় দিন শেষ করেছে। এখনও লঙ্কানরা পিছিয়ে ৩ রানে।

ওয়েস্ট ইন্ডিজকে রুখে দিতে সবচেয়ে বড় অবদান অফস্পিনার রমেশ মেন্ডিসের। ক্যারিয়ার সেরা ৭০ রানে ৬ উইকেট নিয়েছেন। তার প্রথম ৫ উইকেট শিকারের নজিরও এটি। পাশাপাশি লাসিথ এম্বুলডেনিয়া ও প্রবীণ জয়াবিক্রমা দুটি করে উইকেট নিয়েছেন।

অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েটের ব্যাট থেকেই আসে বড় প্রতিরোধ। ওপেনিংয়ে নেমে ৭২ রান করেছেন। কাইল মেয়ার্স ৩৬ রানে অপরাজিত থাকলেও প্রতিষ্ঠিত কেউ তাকে সঙ্গ দিতে পারেননি। ফলাফল ওয়েস্ট ইন্ডিজ অলআউট ২৫৩ রানে।

জবাবে শ্রীলঙ্কা ব্যাটিয়ে নেমে দুটি উইকেট হারিয়েছে রানআউটেই! দ্বিতীয় ওভারে ৬ রানে ফিরেছেন ওপেনার দিমুথ করুনারত্নে। ওশাডা ফার্নান্ডোও ১৪ রানের বেশি করতে পারেননি। ক্রিজে আছেন আরেক ওপেনার পাথুম নিসাঙ্কা (২১) ও চারিথ আসালাঙ্কা।