কেন একা অনুশীলন করলেন সাকিব

ঢাকা টেস্টের আগে দুই দিন অনুশীলন করার সুযোগ পাচ্ছে বাংলাদেশ দল। আজ (বৃহস্পতিবার) দুপুরে মুমিনুল হকরা প্রথম দিনের অনুশীলন সারবেন। পুরো দলের অনুশীলনের আগে একা একা অনুশীলন করেছেন সাকিব। মূলত করোনাভাইরাসের ফল এখনও পাননি বলেই একা অনুশীলন করেছেন সাকিব।

বৃহস্পতিবার বাংলাদেশ দলের অনুশীলন শুরুর আড়াই ঘণ্টা আগে মাঠে চলে আসেন সাকিব। সকাল ১১টা থেকে মিরপুরের ইনডোরে নিবিঢ় অনুশীলন করেছেন বাঁহাতি এই অলরাউন্ডার। চার নেট বোলারকে নিয়ে ঘণ্টাখানেক ব্যাটিং করেছেন তিনি। এরপর ড্রেসিং রুমে ফিরে কিছুক্ষণ বিশ্রাম করে বোলিংও করেছেন তিনি।

ঢাকা টেস্টের স্কোয়াডে থাকলেও এখনও দলের সঙ্গে যোগ দেননি সাকিব। বৃহস্পতিবার সকালে করোনা পরীক্ষা করালেও ফল আসেনি সাকিবের। ফল নেগেটিভ হওয়া মাত্রই সাকিব দলের সঙ্গে যোগ দেবেন, বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক দেবাশিষ চৌধুরী।

তিনি বলেছেন, ‘যেহেতু সাকিবের করোনা পরীক্ষার ফলাফল এখনও আসেনি, এই কারণে তিনি দলের সঙ্গে যোগ দেননি। যেহেতু তিনি ঢাকা টেস্টের দলে আছেন, তাকে তো অনুশীলন করতেই হবে।বিকালের মধ্যে আমরা করোনার ফল পেয়ে যাবো।’

ফিটনেস না থাকায় চট্টগ্রাম টেস্টে খেলা হয়নি সাকিবের। তবে ঢাকা টেস্টের আগে ফিটনেসের অবস্থা ভালো হওয়াতে সাকিবকে দলে রেখেছেন নির্বাচকরা। গত শুক্রবার থেকে নিজেকে প্রস্তুত করতে কাজ শুরু করেছেন এই অলরাউন্ডার। নিজের একাডেমিতে শৈশবের কোচ সালাউদ্দিনের তত্ত্বাবধানে অনুশীলন করেছেন। সেখানে কোনোরকম অস্বস্তি ছাড়াই নেটে ব্যাটিং করেছেন তিনি। পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্ট শুরু হবে ৪ ডিসেম্বর, ফলে নিজেকে পুরোপুরি প্রস্তুত করতে আরও একদিন সময় পাবেন তিনি।

হ্যামস্ট্রিংয়ের চোট পাওয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঝপথেই ছিটকে যান সাকিব। তার চোটের ধরন ছিল গ্রেড-১। ফলে দুবাই থেকে সোজা চলে যান যুক্তরাষ্ট্রে স্ত্রী-সন্তানদের কাছে। সেখানে চলে তার পুনর্বাসন প্রক্রিয়া। কয়েক সপ্তাহ বিশ্রাম নিয়ে চট্টগ্রাম টেস্টের আগে দেশে ফেরেন। দেখা করেন জাতীয় দলের ফিজিও জুলিয়ান ক্যালাফতের সঙ্গে। সেখানে পর্যবেক্ষণের পর ফিজিও জানান, তিনি এখনও ফিট নন খেলার জন্য। তাই চট্টগ্রাম টেস্টে তাকে ছাড়াই খেলেছে বাংলাদেশ।