বিপিএলে ‘আইকন’ থাকছেন মাশরাফি

প্রায় এক বছর ক্রিকেটের বাইরে মাশরাফি বিন মুর্তজা। গত বছর ১৮ ডিসেম্বর সর্বশেষ ম্যাচ খেলেছিলেন। এরপর আর মাঠে ফেরা হয়নি। তবে আসন্ন বিপিএলে খেলার প্রস্তুতি নিচ্ছেন এই সাবেক অধিনায়ক।

বাংলাদেশ দলের নিউজিল্যান্ড সফর শেষেই শুরু হবে বিপিএল। আর এই টি-টোয়েন্টি টুর্নামেন্ট দিয়ে মাঠে ফেরার ইচ্ছা মাশরাফির। এজন্য প্রায় ১০ কেজি ওজন কমিয়েছেন। আগামী সপ্তাহে শুরু করবেন স্কিল অনুশীলন। মাশরাফির ব্যাপারে বিসিবি পরিচালক আকরাম খান বলেছেন, ‘মাশরাফি তো আছেই... কেন খেলবে না? আইকন ক্রিকেটার থাকবে আশা করছি। ছয়জন আইকন থাকবে।’

বিপিএলে মাশরাফি বেশ সফল। সাত আসরে চারবারই শিরোপা জিতেছেন তিনি। সফল এই অধিনায়ককে নিয়ে আকরাম বলেছেন, ‘মাশরাফি খেলোয়াড় হিসেবে, অধিনায়ক হিসেবে বাংলাদেশের জন্য সম্পদ। আমি মনে করি ওর সঙ্গে খেলাটাও অনেক সৌভাগ্যের ব্যাপার। কারণ ও খুব অভিজ্ঞ, ও অনেকদিন বাংলাদেশ দলকেও সেবা দিয়েছে। মাশরাফির খেলা মানে বিপিএলে চাপটা বেড়ে যায়। আমার মনে হয় যারা ওর সঙ্গে খেলবে তারা অনেক ভাগ্যবান।’

এদিকে মাশরাফি এক সাক্ষাৎকারে বলেছেন, ‘আমি ইতিমধ্যে প্রস্তুতি নেওয়া শুরু করেছি। আগামী সপ্তাহ থেকে স্কিল অনুশীলন শুরু করবো। আমার তো খেলার ইচ্ছা আছে, দল পেলে অবশ্যই খেলবো।’