X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

মাঠে নেমেই মাশরাফির ৫ উইকেট

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২১ মার্চ ২০২৪, ১২:৫০আপডেট : ২১ মার্চ ২০২৪, ১২:৫০

প্রিমিয়ার লিগে মাঠে নেমেই সাফল্য পেয়েছেন মাশরাফি বিন মুর্তজা। বৃহস্পতিবার লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে চলতি মৌসুমের প্রথম ম্যাচে খেলতে নেমেছিলেন। খেলতে নেমেই গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে তুলে নিয়েছেন ৫ উইকেট। তাতে লিস্ট ‘এ’ ক্রিকেটে অষ্টমবারের মতো পাঁচ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক।

বিকেএসপির তিন নম্বর মাঠে চতুর্থ রাউন্ডের খেলায় মুখোমুখি হয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স ও লিজেন্ডস অব রূপগঞ্জ। আগের তিন ম্যাচ না খেললেও মাশরাফি বৃহস্পতিবার চলতি মৌসুমে নিজের প্রথম ম্যাচ খেলতে নেমেছিলেন। প্রথম ম্যাচেই করলেন বাজিমাত। গত ৩০ জানুয়ারি বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের হয়ে সর্বশেষ মাঠে নেমেছিলেন ডানহাতি পেসার। প্রায় দুই মাস পর মাঠে নেমে বল করলেন স্লো মিডিয়াম পেসে। গতি খুব বেশি না থাকলেও বেশ সুইং ছিল বলে। তাতেই গাজী গ্রুপ ক্রিকেটারর্সের ব্যাটাররা যেন খেই হারালেন। টানা ৮ ওভার বোলিং করে মাশরাফি তুলে নেন ৫ উইকেট। 

১১তম ওভারে বোলিংয়ে আসেন মাশরাফি। সাফল্য পেয়ে যান প্রথম ওভারেই। মাশরাফিকে রিটার্ন ক্যাচ দিয়ে বিদায় নেন প্রীতম কুমার। চতুর্থ ওভারে এসে মাশরাফি তুলে নেন আরও দুটি উইকেট। অফস্ট্যাম্পের বল খোঁচা মেরে উইকেট কিপার ইমরানুজ্জামানকে ক্যাচ দিয়ে বিদায় নেন সাব্বির হোসেন সিকদার। এক বলের ব্যবধানে ফয়সাল আহমেদ রায়হান ওয়াইড বল খেলতে গিয়ে কিপারকে ক্যাচ দিয়ে বিদায় নিয়েছেন।   

পঞ্চম ওভারে এসে মাশরাফি এবার তুলে নেন শামীম হোসেন পাটোয়ারিকে। মাশরাফির শর্ট বলতে খেলতে গিয়ে ডিপ মিড উইকেটে ক্যাচ দেন শামীম। মাশরাফির চতুর্থ শিকার মঈন খান। মাহফুজুর রহমান রাব্বিকে ফিরিয়ে পঞ্চম উইকেট শিকার করেন বাংলাদেশের সেরা এই পেসার। শট লেন্থের বলটি রাব্বি মিড উইকেটে খেলতে চেয়েছিলেন। কিন্তু ক্যাচ আউট হয়েই ফিরতে হয়েছে তাকে। টানা ৮ ওভার বোলিং করে ১৯ রান খরচায় মাশরাফির শিকার ৫টি।

মাশরাফির দারুণ বোলিংয়ে ৩৫.৪ ওভারে অলআউটও হয়েছে গাজী গ্রুপ। সবমিলিয়ে তাদের সংগ্রহ দাঁড়ায় ১৩৬ রান।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
ঢাকা প্রিমিয়ার লিগরূপগঞ্জ-শাইনপুকুরের ম্যাচে ‘কনকাশন সাব’ নিয়ে বিতর্ক
বন্ধুদের সঙ্গে খেলে মাঠ কাঁপালেন মাশরাফি
জীবন বাজি রেখে দেশের জন্য কাজ করে পুলিশ: মাশরাফি
সর্বশেষ খবর
ভারতের মণিপুরে আবারও জাতিগত সহিংসতা
ভারতের মণিপুরে আবারও জাতিগত সহিংসতা
বাংলা গানের উন্নয়ন ও বিকাশে ‘অংশীজন সভা’
বাংলা গানের উন্নয়ন ও বিকাশে ‘অংশীজন সভা’
দায়িত্ব নিয়ে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে যা বললেন র‍্যাবের নতুন মুখপাত্র
দায়িত্ব নিয়ে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে যা বললেন র‍্যাবের নতুন মুখপাত্র
স্কুলে আসার পর মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার পর মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
সর্বাধিক পঠিত
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু