১৬ বছর পর ‘পঞ্চপাণ্ডব’ ছাড়াই খেললো বাংলাদেশ

কুঁচকির চোটে ক্রাইস্টচার্চ টেস্ট থেকে ছিটকে গেছেন মুশফিকুর রহিম। রবিবার তাকে ছাড়া কিউইদের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে নেমেছে বাংলাদেশ। আর তাতে ১৬ বছর পর পঞ্চপাণ্ডব ছাড়া খেলার নজির রাখলো মুমিনুলের দল। 

গত এক দশকে বাংলাদেশের বেশিরভাগ জয়েই পঞ্চপাণ্ডব তথা সাকিব, তামিম, মুশফিক, রিয়াদ এবং মাশরাফি কারও না কারও অবদান ছিলই। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে পঞ্চপাণ্ডবের একজন থাকলেও খুব বেশি অবদান ছিল না মুশফিকের। তবু জয় পেয়েছে বাংলাদেশ দল। 

মাশরাফি ২০০৯ সাল থেকে টেস্ট খেলেন না। মাহমুদউল্লাহ আনুষ্ঠানিকভাবে টেস্ট থেকে অবসর নিয়েছেন। গত বছর জিম্বাবুয়ের সফরে গিয়েই সর্বশেষ টেস্ট খেলেছিলেন। সাকিব আল হাসান পারিবারিক কারণে এই সিরিজ থেকে ছুটি নিয়েছেন। তামিম ইকবালও ইনজুরির কারণে অনেকদিন ধরে দলের বাইরে। পঞ্চপাণ্ডবের একমাত্র সদস্য হিসেবে সফরে ছিলেন মুশফিকুর রহিম। কিন্তু কুঁচকির চোটে তিনিও ছিটকে গেলেন এই টেস্টে। সব মিলিয়ে তাই ১৬ বছর আগের স্মৃতি ফিরিয়ে আনলো ক্রাইস্টচার্চ।

দীর্ঘদিন সেবা দিয়ে যাওয়া ওই পাঁচ ক্রিকেটার ছাড়া বাংলাদেশ সর্বশেষ টেস্ট ম্যাচ খেলেছিল ২০০৬ সালের ২৮ ফেব্রুয়ারি। সেবার চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে এদের কেউ দলে ছিলেন না। তখন অবশ্য সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়নি। ২০০৯ সালে মাহমুদউল্লাহর অভিষেকের পর থেকে বাংলাদেশের প্রতিটি টেস্টেই খেলেছিলেন মাশরাফি ছাড়া বাকি চারজনের কেউ না কেউ।