মার্চে প্রথম বিভাগ শেষে এপ্রিলে প্রিমিয়ার লিগ

ঢাকা তৃতীয় বিভাগ ক্রিকেট লিগ শেষ হয়েছে ৯ জানুয়ারি। মঙ্গলবার থেকে শুরু হচ্ছে দ্বিতীয় বিভাগ ক্রিকেট। রবিবার মিরপুরে দ্বিতীয় বিভাগ লিগের ট্রফি উন্মোচিত হয়েছে। সেখানেই ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) নতুন চেয়ারম্যান সালাউদ্দিন জানিয়েছেন, মার্চে প্রথম বিভাগ শেষ করেই এপ্রিলে প্রিমিয়ার লিগ শুরু করবেন তারা।

এদিন মিরপুরে সংবাদমাধ্যমকে সিসিডিএমের নতুন চেয়ারম্যান সালাউদ্দিন বলেছেন, ‘আশা করছি, মার্চের প্রথম সপ্তাহে প্রথম বিভাগ লিগটা শুরু করবো। আর এপ্রিলের প্রথম সপ্তাহে প্রিমিয়ার লিগ শুরুর পরিকল্পনা আছে।’

অবশ্য করোনা পরিস্থিতির জন্য কিছুটা সংশয়ও রেখে দিয়েছেন সালাউদ্দিন।  বলেছেন, ‘সবকিছু নির্ভর করছে পরিস্থিতির ওপর। প্রিমিয়ার লিগের সময়টায় পরিবর্তন আসতেও পারে। তবে মার্চে প্রথম বিভাগ শুরু করবো এ ব্যাপারে আমরা দৃঢ়প্রতিজ্ঞা।’

মঙ্গলবার ঢাকার ছয় ভেন্যুতে শুরু হবে ২৪ দলের দ্বিতীয় বিভাগ লিগ। নতুন ভেন্যু হিসেবে যুক্ত করা হয়েছে ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মাঠকে। মিরপুরে ট্রফি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ২৪ ক্লাবের অধিনায়কেরা।