বিপিএল: জানা গেলো ঢাকার অধিনায়কের নাম

এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দল নির্বাচনের শুরুতে ঢাকার ফ্র্যাঞ্চাইজি নিয়ে জটিলতা তৈরি হয়েছিল। পরে অবশ্য মিনিস্টার গ্রুপ ঢাকার ফ্র্যাঞ্চাইজি কিনে নেয়। তাদের কেনার আগেই বিসিবি নিজ উদ্যোগে দল গড়ে ফেলে। মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবাল ও মাহমুদউল্লাহকে নিয়ে শক্তিশালী স্কোয়াড। আজ (সোমবার) মিনিস্টার গ্রুপের হেড অফিসে দলটির জার্সি উন্মোচন করা হয়েছে। সেখানেই অধিনায়ক হিসেবে মাহমুদউল্লাহর নাম ঘোষণা করেছে ফ্র্যাঞ্চাইজিটি।

অধিনায়ক হিসেবে দেশের ক্রিকেটে মাশরাফি-তামিম-মাহমুদউল্লাহ তিনজনেরই আছে মর্যাদাপূর্ণ অবস্থান। তিনজনই যখন এক দলে, তখন প্লেয়ার্স ড্রাফটের পর থেকে প্রশ্ন উঠেছিল- ঢাকার অধিনায়কত্ব তাহলে কে পাচ্ছেন? আজ জার্সি উন্মোচন হওয়ার আগে দলটির মালিকানা প্রতিষ্ঠান মিনিস্টার গ্রুপের কর্ণধার এম এ রাজ্জাক খান অধিনায়ক হিসেবে মাহমুদউল্লাহর নাম ঘোষণা করেন।

মিনিস্টার গ্রুপের চেয়ারম্যান বলেছেন, ‘আমাদের ক্যাপ্টেন কুল মাহমুদউল্লাহ রিয়াদকে গর্বের সঙ্গে উপস্থাপন করছি। তাকে আমাদের দলে পেয়ে আমরা অত্যন্ত খুশি। তার অধীনে দল জয় ছিনিয়ে আনবে।’

এর আগে ভিন্ন ভিন্ন দলে খেলার অভিজ্ঞতা থাকলেও বিপিএলে এবারই প্রথম তামিম, মাশরাফি ও মাহমুদউল্লাহ এক দলে খেলার সুযোগ পেয়েছেন। তামিম তার অনুভূতি প্রকাশ করেছেন এভাবে, ‘প্রথমে স্পন্সরকে ধন্যবাদ জানাতে চাই। আশা করি, ঢাকা মাঠের লড়াইয়ে সাফল্য পাবে। আমরা তিনজন সাধারণত ভিন্ন ভিন্ন দলে খেলি, এবার একসঙ্গে  খেলছি, দারুণ ব্যাপার। আমাদের পক্ষ থেকে চেষ্টা থাকবে দলকে চ্যাম্পিয়ন করাতে সর্বোচ্চ সবকিছু করার।’

ঢাকার অধিনায়ক মাহমুদউল্লাহ বলেছেন, ‘আমি ঢাকার হয়ে খেলার সুযোগ পেয়ে দারুণ ভাগ্যবান মনে করছি। এই টুর্নামেন্টে অনেক কিছু প্রমাণ করার আছে। আমাদের ছেলেরা প্রস্তুত আছে। আশা করি, ভালো একটি টুর্নামেন্ট উপহার দিতে পারবো।’

জার্সি উন্মোচন অনুষ্ঠানে ঢাকার ‘থিম সং’-ও প্রকাশ করা হয়েছে।