বিপিএল: চট্টগ্রামের জার্সিতে স্বাধীনতার ৫০ বছরের ছোঁয়া

রাজধানীর একটি অভিজাত হোটেলে জমকালো আয়োজনে উন্মোচন করা হলো চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের জার্সি। বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরের দলটি জার্সির নকশায় ভিন্নতা দেখিয়েছে। বাংলাদেশের বিজয়ের ৫০ বছর মাথায় রেখে জার্সিতে ভাষা আন্দোলন, স্বাধীনতার সংগ্রাম, বিজয় ও নানা অর্জন ফুটিয়ে তুলেছে তারা। জার্সিটির নকশা করেছেন সিজান লিঙ্কন।

আজ (সোমবার) ফ্র্যাঞ্চাইজিটির চেয়ারম্যান আখতারউজ্জামান, ব্যবস্থাপনা পরিচালক কে এম রিফাতুজ্জামান ও ভাইস চেয়ারম্যান শাজনিন খান আনুষ্ঠানিকভাবে নতুন জার্সি তুলে দেন হেড কোচ পল নিক্সনসহ দলের ক্রিকেটারদের হাতে। 

ব্যবস্থাপনা পরিচালক রিফাতুজ্জামান বলেছেন, ‘বিজয়ের ৫০ উদযাপন করছি আমরা। সে কারণেই জার্সিতে সেটার প্রতিচ্ছবি আমরা রেখেছি। স্বাধীনতার বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতেই আমাদের এই প্রয়াস। আমরা বিশ্বাস করি তরুণ প্রজন্ম বাংলাদেশকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। এবারের বিপিএলেও তাই আমরা তারুণ্যনির্ভর একটা দল গড়েছি।’

জার্সির পাশাপাশি আনুষ্ঠানিকভাবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের নিজস্ব ওয়েবসাইটের (www.ctgchallengers.com) পথচলা শুরু হয়েছে। মাঠ ও মাঠের বাইরে চ্যালেঞ্জার্সের সব ধরনের কর্মকাণ্ড থাকবে এই ওয়েবসাইটে।

অনুষ্ঠানে ছিলেন চট্টগ্রামের প্রধান কোচ পল নিক্সন, বোলিং কোচ শন টেইট, ক্রিকেটার নাসুম আহমেদ, সাব্বির রহমান, শরিফুল ইসলাম, মৃত্যুঞ্জয় চৌধুরীসহ অন্যরা।

এবারই প্রথম ফ্যানদের হাতের নাগালে থাকছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের জার্সি। দলটির ডিজিটাল প্লাটফর্ম থেকে সরাসরি জার্সি কেনার জন্য বুকিং দেওয়া যাবে। দ্রুততম সময়ে তা ফ্যানদের হাতে পৌঁছে দেবে ই-কমার্স প্রতিষ্ঠান সোয়াপ। এছাড়া ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের বেশ কিছু স্টোরে পাওয়া যাবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের জার্সি।