বিপিএল থেকে অস্ট্রেলিয়া বিশ্বকাপের প্রস্তুতিতে চোখ মাহমুদউল্লাহর

আগামী অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে কুড়ি ওভারের বিশ্বকাপ। টুর্নামেন্ট এখনও বহুদূরে হলেও আগামী ২১ জানুয়ারি থেকে অনুষ্ঠেয় বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) থেকেই বিশ্বকাপের প্রস্তুতি শুরুর তাগিদ বোধ করছেন টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ।

বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জমজমাট আসর বিপিএল। এই লিগে মিনিস্টার ঢাকার নেতৃত্বে দেখা যাবে মাহমুদউল্লাহকে। সোমবার রাতে ঢাকার জার্সি উন্মোচন অনুষ্ঠানে মাহমুদউল্লাহর নাম অধিনায়ক হিসেবে ঘোষণা করা হয়। সেখানেই মাহমুদউল্লাহ আগামী বিশ্বকাপের প্রস্তুতির জন্য বিপিএলকে সামনে এনে বললেন, ‘প্রায় দুই বছর পর বিপিএল খেলছি। সবার জন্যই দারুণ সুযোগ। আমাদের কন্ডিশনে ভালো খেলে অস্ট্রেলিয়া বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিতে পারবো।’

অন্য দলের তুলনায় মিনিস্টার ঢাকায় অভিজ্ঞ ক্রিকেটারদের ছড়াছড়ি। মাহমুদউল্লাহ-তামিম-মাশরাফি-রুবেল-জহুরুল ইসলাম অমিসহ বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটার আছেন। মাহমুদউল্লাহও মনে করেন, এই অভিজ্ঞতা তাদের কিছুটা এগিয়ে রাখবে, ‘কোনও চাপ নেই। এরকম দল পেয়ে আমি খুশি। দলের সবচেয়ে বড় দিক হলো এখানে অনেক অভিজ্ঞ খেলোয়াড়। সঙ্গে ম্যাচ উইনারও অনেক। দিনশেষে দলগতভাবে ভালো খেলতে হবে’