আইসিসির বর্ষসেরা দল

ওয়ানডেতে আমরা ভালো দল, এটা তার স্বীকৃতি: সাকিব

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বর্ষসেরা ওয়ানডে দল ঘোষণা করেছে। ২০২১ সালে ব্যক্তিগত পারফরম্যান্সে যারা আলো ছড়িয়েছেন, তাদের নিয়েই মূলত সেরা একাদশ গঠন করেছে আইসিসি। এই তালিকায় সবচেয়ে বেশি নাম আছে বাংলাদেশের। বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ছাড়াও আছেন মোস্তাফিজুর রহমান ও উইকেটকিপার ব্যাটার মুশফিকুর রহিম। বাংলাদেশ থেকে তিন ক্রিকেটারের বর্ষসেরা ওয়ানডে দলে সুযোগকে দারুণ স্বীকৃতি হিসেবে দেখছেন সাকিব।

শুক্রবার শুরু হচ্ছে বঙ্গবন্ধু বিপিএলের অষ্টম আসর। প্রথম দিনেই মাঠে নামবে সাকিবের ফরচুন বরিশাল। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশের তিনজন আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে সুযোগ পাওয়া নিয়ে সাকিব বলেছেন, ‘খুবই ভালো দিক, বাংলাদেশ ক্রিকেটের জন্য। আমার কাছে মনে হয়, শেষ অনেক বছর ধরে আমরা ওয়ারডেতে ভালো দল। দেশে এবং দেশের বাইরে আমরা এই ফরম্যাটে ভালো দল। এটা তার একটি স্বীকৃতি যে বাংলাদেশ ওয়ানডেতে ভালো ক্রিকেট খেলছে।’

ওয়ানডে ফরম্যাটে দারুণ বছর কেটেছে সাকিবের। ২০২১ সালে খেলা ৯ ওয়ানডেতে ৩৯.৫৭ গড়ে করেছেন ২৭৭ রান, যাতে ছিল দুটি হাফসেঞ্চুরি। বোলিংয়ে তো আরও দুর্দান্ত। নিয়েছেন ১৭ উইকেট। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠের সিরিজে ফিরেই করেন বাজিমাত। নিজের অনুভূতি জানাতে গিয়ে তিনি বলেছেন, ‘আলহামদুলিল্লাহ। আইসিসি থেকে স্বীকৃতি পেলে তো ভালোই লাগে।’