প্রতিপক্ষদের ‘চমকে দেবে’ সিলেট সানরাইজার্স

অন্য দলগুলোর মতো অতো তারকা নেই সিলেট সানরাইজার্সে। দেশি ক্রিকেটারদের মধ্যে তাসকিন আহমেদ,  মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ মিঠুন, এনামুল হক, অলক কাপালি আছেন দলটিতে। বিদেশি ক্যাটাগরিতে আছেন কলিন ইনগ্রাম, কেসরিক উইলিয়ামস, রবি বোপারা, ডেভন থমাস, লেন্ডন সিমন্স। এই দল নিয়েই চমক দেখাতে চায় সিলেট। দুই দিন আগে অধিনায়ক মোসাদ্দেক হোসেন জানিয়েছিলেন, দলে সুপারস্টার না থাকলেও সিলেট ‘সুপার’ ক্রিকেট উপহার দিতে চায়। আজ (শুক্রবার) দলটির কোচ মারভিন ডিলনও শোনালেন একই কথা।

আজ বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরু হলেও সিলেটের প্রথম ম্যাচ আগামীকাল (শনিবার)। বেলা সাড়ে ১২টায় কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে নামবে তারা। প্রথম ম্যাচ নিয়ে দলটির প্রধান কোচ ডিলন বলেছেন, ‘আমি বলবো না আমার দলটা তরুণ। আমাদের অভিজ্ঞ ক্রিকেটার রয়েছে। প্রথম প্রতিপক্ষ হিবে কুমিল্লাকে আমরা সম্মান করছি। আমার দলটিকে কোনোভাবেই পিছিয়ে রাখবো না। তাদের ভেতরে সেই বার্তা দেওয়ার চেষ্টা করেছি। ক্রিকেট মাঠের খেলা। এই দল নিয়ে সবাইকে চমকে দিতে চাই। আন্ডারডগ হিসেবেই চমক দেখাবো। আমি নিশ্চিত করে বলতে পারি আমাদের বিপক্ষে কেউই সহজে জিততে পারবে না।’

দল নিয়ে দারুণ খুশি সাবেক ক্যারিবীয় ক্রিকেটার। তিনি বলেছেন, ‘খেলোয়াড়রা এখন পর্যন্ত যে তাড়না দেখিয়েছে, আমি খুশি। ছেলেরা শিখতে মুখিয়ে থাকে। টুর্নামেন্টে তাদের প্রস্তুতি নিয়ে খুশি। আমি তাদের খেলা দেখছি ও বোঝার চেষ্টা করছি। এরপর আমার দর্শন তাদের বোঝানোর চেষ্টা করবো। কোচ হিসেবে আমি বেশ আত্মবিশ্বাসী, আমরা অনেককেই চমক দেখাবো।’

দুই দিন আগে সিলেটের অধিনায়ক মোসাদ্দেক নিজেদের দল নিয়ে বলেছিলেন, ‘আমাদের দলে হয়তো সুপারস্টার নেই। কিন্তু যারা আছে তারা ঘরোয়া ক্রিকেটের পারফর্মার। সবাই নিজের দিনে ভালো খেলতে পারে, তাহলে অবশ্যই ভালো একটা ফল আশা করা যায়।’

সিলেট সানরাইজার্স স্কোয়াড: মোসাদ্দেক হোসেন (অধিনায়ক), তাসকিন আহমেদ, কেসরিক উইলিয়ামস, কলিন ইনগ্রাম, মোহাম্মদ মিঠুন, আল আমিন হোসেন, নাজমুল ইসলাম, এনামুল হক, সোহাগ গাজী, অলক কাপালি, মুক্তার আলী, সিরাজ আহমেদ, মিজানুর রহমান, নাদিফ চৌধুরী, জুবায়ের হোসেন, শফিউল হায়াত হৃদয়,  রবি বোপারা, সানজামুল হক, ডেভন থমাস।