সাকিব-মালানদের হারিয়ে ওয়ানডের বর্ষসেরা বাবর

আইসিসির ওয়ানডের বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার জিতেছেন বাবর আজম। পাকিস্তানি ক্রিকেটারের সঙ্গে এই লড়াইয়ে ছিলেন সাকিব আল হাসান, ইয়ানেমান মালান ও পল স্টার্লিংরা। কিন্তু চোখ ধাঁধানো পারফরম্যান্সে সবাইকে পেছনে ফেলেছেন পাকিস্তান অধিনায়ক।

মাত্র ৬ ম্যাচ খেললেও গত বছরে দুটি সিরিজে অসাধারণ পারফরম্যান্স ছিল বাবরের। প্রোটিয়াদের বিপক্ষে ২-১ ব্যবধানে জেতা সিরিজের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন। করেছেন ২২৮ রান। প্রথম ম্যাচ জয়ের মঞ্চও গড়ে দেন তিনি। হাঁকিয়েছেন সেঞ্চুরি। শেষ ওয়ানডের জয়ে ভিতও তারই হাতে গড়া। ৮২ বলে ৯৪ রানের ইনিংস খেলেছিলেন।

ইংল্যান্ডের বিপক্ষে ৩-০ তে হেরে যাওয়া সিরিজেও একমাত্র লড়াকু ছিলেন বাবর। সতীর্থদের সমর্থন না পেলেও একাই হাসে শুধু তার ব্যাট। করেছেন মোট ১৭৭ রান।

এদিকে টেস্টের বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন ইংল্যান্ড অধিনায়ক জো রুট। ১৫ ম্যাচে ৬ সেঞ্চুরিতে তার রান ছিল ১ হাজার ৭০৮ রান।