দুর্দান্ত বোলিংয়ে আফ্রিদিকে ছুঁলেন নাহিদুল

কৃপণ বোলিং করে সাবেক পাকিস্তানি স্পিনার শহীদ আফ্রিদিকে ছুঁলেন নাহিদুল ইসলাম। আজ (মঙ্গলবার) ৪ ওভার বোলিং করে ৫ রান খরচ করে নাহিদুল তুলে নিয়েছেন ৩ উইকেট। আর তাতেই বিপিএলে সবচেয়ে কৃপণ বোলার হিসেবে আফ্রিদিকে ছুঁয়ে ফেলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের এই স্পিনার।

আজ কুমিল্লার স্পিনার নাহিদুলের ঘূর্ণি জাদুতে কুপোকাত ফরচুন বরিশালের ব্যাটাররা। ৪ ওভারে ডানহাতি স্পিনার দিয়েছেন মাত্র ৫ রান। উইকেট নিয়েছেন ৩টি। ১ মেডেনসহ ডট বলই ১৯টি! এমন কিপটে বোলিংয়ে আফ্রিদির রেকর্ডে ভাগ বসিয়েছেন তিনি।

বিপিএলে পুরো ৪ ওভার করেছেন, এমন বোলারদের মধ্যে সবচেয়ে কম ইনোকমি আফ্রিদি ও নাহিদুলের। আফ্রিদি ২০১৫ সালে সিলেট সুপারস্টার্সের হয়ে বরিশাল বুলসের বিপক্ষে ৪ ওভারে ৫ রান দিয়ে নিয়েছিলেন ২ উইকেট। নাহিদুলের বোলিং ফিগারও প্রায় একই। কেবল উইকেট সংখ্যায় কুমিল্লার স্পিনার এগিয়ে আছেন।

এদিন বরিশালের ওপেনার সৈকত আলীকে দিয়ে নাহিদুল শুরু করেন উইকেট উদযাপন। এরপর সাকি্‌বকে তুলে নেন তিনি। পরে ক্রিস গেইলও তার ঘূর্ণিতে পরাস্ত হয়ে স্টাম্পড। সব মিলিয়ে মিরপুরের কৃত্রিম আলোয় নাহিদুলের স্পিন বিষে নীল ফরচুন বরিশাল।

বিপিএলে সবচেয়ে কৃপণ চার বোলার:

নাহিদুল ইসলাম: ৪ ওভারে ৫ রান, ৩ উইকেট

শহীদ আফ্রিদি: ৪ ওভারে ৫ রান, ২ উইকেট

জ্যাকব ওরাম: ৪ ওভারে ৭ রান, ২ উইকেট

রশিদ খান: ৪ ওভারে ৭ রান, ১ উইকেট