বিপিএলের প্রথম সেঞ্চুরিয়ান সিমন্স

দশম ম্যাচ এসে আসরের প্রথম সেঞ্চুরির দেখা পেলো বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। শুক্রবার চট্টগ্রামের ব্যাটিং বান্ধব উইকেটে কীর্তিটি করেছেন সিলেট সানরাইজার্সের ওপেনার লেন্ডল সিমন্স। এবাদত হোসেনকে টানা দুই চার মেরে ৫৯ বলে সেঞ্চুরির দেখা পেয়েছেন ক্যারিবীয় এই ব্যাটার।

জহুর আহমেদ স্টেডিয়ামে সিমন্স শুরুটা করেছিলেন ধীর লয়ে। প্রথম তিন ওভারে মাত্র ৬ বল খেলে ৪ রান করেছেন। চতুর্থ ওভারে রুবেল হোসেনের শেষ দুই বলে দারুণ দুটি চার মেরে শুরু হয় সিমন্স-ঝড়। সেই ঝড় অব্যাহত থাকে ১৯তম ওভার পর্যন্ত। সবমিলিয়ে মিনিস্টার গ্রুপ ঢাকার বিপক্ষে সাগরিকায় তাণ্ডব চালিয়েছেন এই ক্যারিবিয়ান। আউট হওয়ার আগে ৬৫ বলে ১৪ চার ও ৫ ছক্কায় খেলেছেন ১১৬ রানের অসাধারণ একটি ইনিংস। তার ব্যাটে ভর করেই ৫ উইকেট হারিয়ে ১৭৫ রান করেছে সানরাইজার্স।

বিপিএলে সব মিলিয়ে সেঞ্চুরি আছে ২২টি। সর্বোচ্চ পাঁচটি সেঞ্চুরি ক্রিস গেইলের। একাধিক সেঞ্চুরি আছে কেবলমাত্র এভিন লুইসের। ১৭তম ব্যাটার হিসেবে বিপিএলে সেঞ্চুরি ছুঁয়েছিলেন ক্যারিবীয় এই ব্যাটার। সিমন্সের ১১৬ রানের ইনিংসটি যৌথভাবে পঞ্চম সর্বোচ্চ ইনিংস। সর্বোচ্চ ইনিংসটি ক্যারিবীয় ব্যাটিং দানব ক্রিস গেইলের। ২০১৭ সালে মিরপুরে রংপুর রাইডার্সের হয়ে ১৪৬ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন।