সেঞ্চুরির আগে তামিমকে যা বলেছিলেন মাশরাফি

শুক্রবার দুর্দান্ত এক সেঞ্চুরিতে আলোড়ন তুলেছেন তামিম ইকবাল। তার এই সেঞ্চুরির পেছনে অনুপ্রেরণা জুগিয়েছেন মাশরাফি মুর্তজা।

অধিনায়ক মাশরাফি বরাবরই ব্যতিক্রম। বিপিএলের আগের আসরগুলোতে অধিনায়ক হিসেবে খেললেও এবার শুধু খেলোয়াড় হিসেবে খেলছেন তিনি। মিনিস্টার গ্রুপ ঢাকার হয়ে প্রথম দুটি ম্যাচ মিস করলেও বাকি ম্যাচগুলোতে দলের প্রধান বোলার হয়ে খেলেছেন।

বৃহস্পতিবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তামিম ঘোষণা দিয়েছেন, আগামী ছয় মাস আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলবেন না। সেই ঘোষণার পরদিনই সাইক্লোন ইনিংসে তুলে নিলেন সেঞ্চুরি। মূলত আগের রাতেই তামিমের মধ্যে বিশ্বাস তৈরি করেছিলেন মাশরাফি। তাতেই নিজের খোলস ছেড়ে বেরিয়ে এসে খেললেন দুর্দান্ত এক ইনিংস।

দারুণ এক জয়ের পর মাশরাফি বলেছেন, “এই পরিস্থিতিতে আমরাই এসেছি, আমাদেরই বের হতে হবে। নিজের ওপর ভরসা রাখা জরুরি। কাল (বৃহস্পতিবার) তামিমকে বলেছিলাম- ‘তামিম, বিদেশিদের দিকে না তাকিয়ে নিজের দিকে তাকা। তুই একশ মার, তোর ওই সামর্থ্য আছে, কাল আমরা ম্যাচ জিততে যাচ্ছি।’ কাল (বৃহস্পতিবার) রাতেই বলেছি। আলহামদুলিল্লাহ আজ (শুক্রবার) ও একশ মেরেছে।’’

ঢাকায় চার ম্যাচের তিনটিতে হেরে টুর্নামেন্ট থেকেই ছিটকে যেতে বসেছিল মিনিস্টার ঢাকা। তবে চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচ খেলতে নেমেই উড়িয়ে দিলো সিলেটকে। দারুণ এই জয়ের পর মাশরাফি সতীর্থদের অনুপ্রেরণা জুগিয়েছেন, ‘কাল (রবিবার) তামিম আবার ভালো খেলতে পারে। না হয় অন্য কেউ ভালো খেলবে। নিজেরাই এই পজিশনে এনেছি, নিজেদেরই এখান থেকে যেতে হবে। অন্যদের ওপর ভরসা করে লাভ নেই।’