বাংলাদেশের টেস্ট ইতিহাসের সেরা র‌্যাঙ্কিংয়ে লিটন

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের হয়ে সবচেয়ে সেরা র‌্যাঙ্কিংয়ে ছিল তামিম ইকবালের। ২০১৭ সালে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে মিরপুর টেস্টের পর দেশসেরা ওপেনার ১৪ নম্বরে উঠেছিলেন। বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে ওটাই ছিল সর্বোচ্চ র‌্যাঙ্কিং। বুধবার আইসিসি নতুন র‌্যাঙ্কিং হালনাগাদ করেছে, সেখানে তামিমকে ছাড়িয়ে গেছেন লিটন দাস। ক্যারিয়ারসেরা তো বটেই, বাংলাদেশের সর্বোচ্চ র‌্যাঙ্কিং পেয়েছেন ডানহাতি এই ব্যাটার। ৬৮৩ পয়েন্ট নিয়ে ১২ নম্বরে অবস্থান করছেন এই উইকেটকিপার ব্যাটার।

যদিও সাম্প্রতিক সময়ে বাংলাদেশের কোনও টেস্ট ছিল না। কিন্তু নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার টেস্টে কিউই দুই ব্যাটার টম ল্যাথাম ও হেনরি নিকোলস ভালো করতে না পারাতেই মূলত ওপরে উঠে এসেছেন লিটন। তিন ধাপ পিছিয়ে ল্যাথাম নেমে গেছেন ১৩ নম্বরে। অন্যদিকে দুই ধাপ নেমে ১৫তম অবস্থানে নিকোলস।

অন্যদিকে টেস্ট ক্রিকেটে দারুণ সময় কাটছে লিটনের। ২০২১ সাল থেকে এখন পর্যন্ত খেলা ৯ টেস্টের ১৫ ইনিংসে ৫২.৬৬ গড়ে লিটনের রান ৭৯০। আছে দুটি সেঞ্চুরি।

শুধু টেস্টেই নয়, ওয়ানডেতেও বুধবার ক্যারিয়ারসেরা র‌্যাঙ্কিং পেয়েছেন টপ অর্ডার এই ব্যাটার। আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের তিন ম্যাচে এক সেঞ্চুরি ও এক হাফসেঞ্চুরিতে ২২৩ রান করেছেন। আর তাতেই ক্যারিয়ারসেরা ৩২ নম্বর পেয়েছেন তিনি।