হারের ম্যাচে মাহমুদউল্লাহর অর্জন

দেশের হয়ে সবচেয়ে বেশি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন মাহমুদউল্লাহ। কুড়ি ওভারের ক্রিকেটের সবচেয়ে বেশি রানও তার। আজ (শনিবার) সেই রানেরই নতুন মাইলফলক স্পর্শ করলেন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক। বাংলাদেশ দ্বিতীয় টি-টোয়েন্টি হারলেও ব্যক্তিগত অর্জনে প্রাপ্তি যোগ হয়েছে। কুড়ি ওভারের ফরম্যাটে ২ হাজার রান পূর্ণ করেছেন মাহমুদউল্লাহ।

আজ ১ হাজার ৯৮১ রান নিয়ে আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি খেলতে নেমেছিলেন এই ব্যাটার। আগ্রাসী ব্যাটিংয়ে দ্রুতই ২১ রান নিয়ে প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে টি-টোয়েন্টিতে ২ হাজার রানের চূড়ায় পৌঁছে যান।

সাকিবের আউটের পর ক্রিজে নামেন মাহমুদউল্লাহ। নিজের খেলা চতুর্থ বলেই বাউন্ডারি পেয়ে যান ডানহাতি ব্যাটারর। ১৫তম ওভারে রশিদ খান বলে চার মেরে দুই হাজার রানের মাইলফলক ছুঁয়ে ফেলেন। খুব বেশিক্ষণ অবশ্য টিকতে পারেননি তিনি। ২১ রানে শেষ হয় তার ইনিংস।

১১৫ ম্যাচে ১০৭ ইনিংসে মাহমুদউল্লাহর বর্তমান রান ২ হাজার ২। দুইয়ে থাকা সাকিব আল হাসানের রান ৯৫ ইনিংসে ১ হাজার ৯০৮। তিন নম্বরে থাকা তামিম ইকবালের রান ৭৪ ইনিংসে ১ হাজার ৭০১।