আফগানিস্তানকে উড়িয়ে শুভসূচনা পাকিস্তানের

দুর্দান্ত জয় দিয়েই আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ শুরু করেছে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল। বৃহস্পতিবার সিলেট জাতীয় স্টেডিয়ামে আফগানিস্তানকে ৬ উইকেটে হারিয়েছে তারা। প্রথমে ব্যাট করে ৪১.২ ওভারে ১২৬ রানে গুটিয়ে যায় আফগানদের ইনিংস। জবাবে ৩১.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় পাকিস্তান। 
বৃহস্পতিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে পাকিস্তানি বোলারদের তোপের মুখে পড়ে আফগানিস্তান যুব দল। মাত্র ২৯ রান তুলতেই ৩ উইকেট হারিয়ে ধুঁকতে আফগানরা। চতুর্থ উইকেট জুটিতে প্রতিরোধ গড়েন ইকরাম ফাইজি ও তারিক। চতুর্থ উইকেটে এই দুজন ৬৯ রানের জুটি গড়লে খেলায় পিরে আসেন আফগানিস্তান। 

কিন্তু এরপরই আফগান শিবিরে ধস নামান লেগ স্পিনার সাদাব খান। তার সঙ্গে যোগ দেন হাসান খান, আহমেদ শফিক ও সাইফ বদর। এই চারজনের বোলিং তোপে পড়ে ২৮ রানে শেষ ৭ উইকেট হারিয়ে ১২৬ রানে গুটিয়ে যায় আফগানিস্তান যুব দল। 

আফগানিস্তানের হয়ে তারিক সর্বোচ্চ ৫৩ রান করেন। এছাড়া ওপেনার করিম জানাত ২৭ ও ইকরাম ফাইজি করেন ১৯ রান। পাকিস্তানের হয়ে সাদাব চারটি এবং হাসান মুহসিন নেন তিনটি উইকেট। একটি করে উইকেট নেন হাসান খান, আহমেদ শফিক ও সাইফ বদর। 

১২৭ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নামা ৪২ রানে দুই উইকেট হারিয়ে বিপদে পড়ে পাকিস্তান। একে একে বিদায় নেন গওহার হাফিজ (১) ও জিসান মালিক (২৯)। এরপর মোহাম্মদ উমর ও সাইফ বাবর ম্যাচের হাল ধরেন। তবে তারাও বেশিদূর এগোতে পারেননি। জিয়া-উর-রেহমানের শিকার হয়ে উমর বিদায় নেন ২৫ রান করে। ১৭ রানে কাটা পড়েন বাবর। দলকে জিতিয়ে মাঠ ছাড়েন হাসান মহসিন (২৮) ও উমর মাসুদ(১৩)। আফগানদের পক্ষে দুই উইকেট নেন জিয়া-উর-রেহমান। একটি উইকেট নিয়ে সন্তষ্ট থাকেন রশিদ খান।

প্রসঙ্গত, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের এবারের আসরে ‘বি’ গ্রুপে রয়েছে পাকিস্তান ও আফগানিস্তান। গ্রুপে তাদের অপর দুই সঙ্গী হলো শ্রীলঙ্কা ও কানাডা।

/এমআর/